Sachithra Senanayake: ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার সচিত্র সেনানায়ক!

People's Reporter: ২০১৯ সালের 'প্রিভেনশন অফ অফেনসেস রিলেটিং টু স্পোর্টশ অ্যাক্ট'-র অধীনে লঙ্কার ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে। এই আইনের অধীনে এটিই প্রথম গ্রেফতার।
সচিত্র সেনানায়ক
সচিত্র সেনানায়কছবি - সংগৃহীত

ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেফতার হলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সচিত্র সেনানায়ক। বুধবার সকালে নিজেই আত্মসমর্পণ করেন। ২০২০ সালে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

লঙ্কা প্রিমিয়ার লিগে একাধিক ম্যাচে গড়াপেটার অভিযোগ উঠেছিল কেকেআর-র এই প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নাকি লঙ্কান প্রিমিয়ার লিগে দু'জন ক্রিকেটারকে ফোন করে ম্যাচে কারচুপির প্রস্তাব দিয়েছিলেন। থানায় লিখিত অভিযোগ দায়েরের পর সেনানায়কের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

গত মাসেই কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট কোর্ট শ্রীলঙ্কার অভিবাসন দফতরকে নির্দেশ দেয় যাতে কোনো ভাবেই সচিত্র সেনানায়ক দেশের বাইরে যেতে না পারেন। সেই দায়িত্ব যথাযথ পালন করে অভিবাসন দফতর।

বুধবার ৩৮ বছরের সচিত্রকে গ্রেফতার করে শ্রীলঙ্কার ক্রীড়া দুর্নীতি দমন শাখা। তারা আদালতেও তোলে তাঁকে। দুর্নীতি দমন শাখা আদালতে জানিয়েছে যে ক্রিকেটারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। দ্রুত তদন্ত শুরু হয়ে যাবে।

উল্লেখ্য, ২০১৯ সালের 'প্রিভেনশন অফ অফেনসেস রিলেটিং টু স্পোর্টশ অ্যাক্ট'-র অধীনে লঙ্কার ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে। এই আইনের অধীনে এটিই প্রথম গ্রেফতার। আইনটিতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো অন্য ব্যক্তিকে অনুরোধ করে বা প্ররোচিত করে বা প্ররোচিত করার নির্দেশ দেন এবং যার প্রভাবে ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি সংগঠিত হয় তাহলে ওই ব্যক্তিকে গ্রেফতার করতে হবে।

দেশের হয়ে ২০১২ সালে অভিষেক হয় তাঁর। এই অফস্পিনার একদিনের ম্যাচ খেলেছেন ৪৯টি। বল করেছেন ২৩৫৮টি এবং উইকেট নিয়েছেন ৫৩টি। টেস্ট খেলেছেন ১টি। আন্তর্জাতিক টি-২০ খেলেছেন ২৪টি। উইকেট নিয়েছেন ২৫টি। ২০১৩ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে ছিলেন তিনি।

সচিত্র সেনানায়ক
CFL: কলকাতা লিগে নিরপেক্ষ রেফারির দাবিতে বিক্ষোভ মহামেডান সমর্থকদের
সচিত্র সেনানায়ক
Sunil Gavaskar: ‘ইন্ডিয়া’ নাকি ‘ভারত’? দেশের নাম পরিবর্তন বিতর্কে মুখ খুললেন সুনীল গাভাসকর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in