SA VS BAN: দ্বিতীয় টেস্টেও কেশব মহারাজের কাছে অসহায় আত্মসমর্পণ, ৮০ রানে অল আউট বাংলাদেশ

প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে কেশব মহারাজ নিয়েছিলেন সাত উইকেট। এই টেস্টেও একই ছবি। চতুর্থ ইনিংসে সাত উইকেট নিয়েছেন তিনি।
কেশব মহারাজ
কেশব মহারাজছবি - সংগৃহীত
Published on

দক্ষিণ আফ্রিকার কাছে অসহায়ের মতো আত্মসমর্পণ করলো বাংলাদেশ। প্রথম টেস্টের ছবি ঘুরে ফিরে দেখা গেলো দ্বিতীয় টেস্টেও। চতুর্থ দিনের প্রথম সেশনে এক ঘণ্টাও টিকতে পারলো না টাইগার্সরা। কেশব মহারাজের সাথে সাইমন হার্মারের ঘূর্ণিতে ৮০ রানেই অল আউট হয়ে গেলো বাংলাদেশ। ৩৩২ রানের এই বড় জয়ের সাথে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছে প্রোটিয়া বাহিনী।

প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে কেশব মহারাজ নিয়েছিলেন সাত উইকেট। এই টেস্টেও একই ছবি। চতুর্থ ইনিংসে সাত উইকেট নিয়েছেন তিনি। সেইসঙ্গে গত টেস্টের মতোই চতুর্থ ইনিংসে সাইমন হার্মার নিয়েছেন তিন উইকেট। চতুর্থ দিনের শুরু থেকেই হার্মার-মহারাজ মুড়ি মুড়কির মতো বাংলাদেশের উইকেট নিতে থাকেন। বাংলাদেশের হয়ে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন লিটন দাস। ২৭ রান করেছেন তিনি। এছাড়া মেহেদী হাসান ২০ রান এবং তামিম ইকবাল ১৩ রান করেছেন।

লিটন, তামিম ও মেহেদী ছাড়া অন্য কোনো বাংলাদেশের ক্রিকেটার দুই অঙ্কের স্কোর করতে পারেননি। রানের খাতাই খুলতে পারেননি জয়, ইয়াসির আলি, তাইজুল ইসলাম, খালেদ আহমেদরা। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮৪ রান এবং দুই ইনিংস মিলিয়ে মোট ৯ টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কেশব মহারাজ। পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।

পোর্ট এলিজাবেথে প্রথম ইনিংসে বাংলাদেশের বিরুদ্ধে ৪৫৩ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ২১৭ রানে। ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লিয়ার করে প্রোটিয়ারা। তার জবাবে মাত্র ৮০ রানেই গুটিয়ে যায় টাইগার্সরা।

কেশব মহারাজ
EPL: দু'বার এগিয়েও জয়হীন সিটি, থেকেই গেল গার্দিওলা ক্লপের পয়েন্ট পার্থক্য

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in