EPL: দু'বার এগিয়েও জয়হীন সিটি, থেকেই গেল গার্দিওলা ক্লপের পয়েন্ট পার্থক্য

দু'বার এগিয়ে থেকেও পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে পারলো না গার্দিওলার ম্যান সিটি। এক পয়েন্টের ব্যবধান নিয়ে ম্যাচ শুরু করা দুই দলই ম্যাচের শেষে এক-এক পয়েন্ট ভাগাভাগি করে নিলো।
 ম্যান সিটি বনাম লিভারপুল
ম্যান সিটি বনাম লিভারপুলছবি EPL-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

দু'বার এগিয়ে থেকেও পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে পারলো না গার্দিওলার ম্যান সিটি। এক পয়েন্টের ব্যবধান নিয়ে ম্যাচ শুরু করা দুই দলই ম্যাচের শেষে এক-এক পয়েন্ট ভাগাভাগি করে নিলো। সেইসঙ্গে শিরোপা জয়ের লড়াইয়ে সিটির ঘাড়ে লিভারপুলের নিঃশ্বাস ফেলা জারি থাকলো। এতিহাদে ২-২ গোলে এই ম্যাচ ড্রয়ের পর শীর্ষে থাকা ম্যান সিটির পয়েন্ট ৩১ ম্যাচে ৭৪ এবং দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট সমান ম্যাচে ৭৩।

গত রাতে খেলা শুরুর প্রথম পাঁচ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় স্কাই ব্লুজরা। বার্নার্ডো সিলভার ক্রস থেকে সিটিকে এগিয়ে দেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। এই লীড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সিটি। ১৩ মিনিটের মাথায় ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের পাস থেকে লিভারপুলকে সমতা এনে দেন পর্তুগীজ তারকা দিয়েগো জোটা। টান টান উত্তেজনার মধ্যে ৩৭ মিনিটে আরও একবার এগিয়ে যায় সিটি। জোয়াও ক্যান্সিলোর পাস এলিসনকে পরাস্ত করেন গ্যাব্রিয়েল জেসুস। প্রথমার্ধে সিটি এগিয়ে থাকে ২-১ গোলে।

পিছিয়ে থাকা লিভারপুলকে দ্বিতীয়ার্ধে সমতা ফিরে পাওয়ার জন্য অপেক্ষাই করতে হয়নি। শেষ হাফ শুরুর প্রথম মিনিটেই মহম্মদ সালাহর ক্রস থেকে অলরেডসদের সমতা এনে দেন সেনেগালের সিংহ সাদিও মানে। দ্বিতীয়ার্ধের বাকি সময় জুড়ে আর দুই দল গোলের দেখা পায়নি। ২-২ ব্যবধানে ড্রয়ের মাধ্যমেই শেষ হয় ম্যাচ।

অন্যদিকে লুক ডি ইয়ংয়ের অতিরিক্ত সময়ের গোলে ঘটনাবহুল এক ম্যাচে স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। লেভান্তের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে কাতালান জায়ান্টরা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে লুইস মোরালেস লেভান্তেকে এগিয়ে দিয়েছিলেন। এর ঠিক চার মিনিট বাদেই আবার পেনাল্টি উপহার পেয়ে যায় লেভান্তে। কিন্তু সেই পেনাল্টি কাজে লাগাতে পারেননি তাঁরা। এরপর ৫৯ মিনিটে অবামেয়াংয় এবং ৬৩ মিনিটে পেদ্রীর গোলে লীডে যায় বার্সা।

ম্যাচের ৮৩ মিনিটে ফের একবার পেনাল্টি পায় লেভান্তে। তবে এবার আর কোনো ভুল হয়নি। গঞ্জলো মেরেলো পেনাল্টি থেকে গোল করে সমতা এনে দেন দলকে। ম্যাচ যখন ড্রয়ের মাধ্যমে শেষ হওয়ার দিকে এগোচ্ছিলো ঠিক তখনই ত্রাতার ভূমিকা নেন লুক ডি ইয়ং। অতিরিক্ত সময়ে জর্ডি আলবার পাস থেকে গোল করে জাভি হার্নান্দেজের মুখে হাসি ফোটান লুক ডি ইয়ং।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in