Mohammedan SC: আগামী মরশুমে মহামেডানে রয় কৃষ্ণা! জল্পনা তুঙ্গে
আই লিগ জয়ী হওয়ায় আগামী মরসুমে আইএসএল খেলবে মহামেডান স্পোর্টিং। তাই ভালো দল গড়ার লক্ষ্য নিয়েছে তারা। সূত্রের খবর এটিকে মোহনবাগানে খেলে যাওয়া গোলমেশিন রয় কৃষ্ণাকে দলে চাইছে সাদা কালো ব্রিগেড।
কলকাতার দল মোহনবাগান ছাড়ার পরে রয় বেঙ্গালুরু এফসি, এবং এখন ওড়িশা এফসিতে খেলছেন। এটিকে-র ২০১৯-২০ মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া, ২০২০-২১ মরসুমে এটিকে মোহনবাগানকে ফাইনালে তোলার পিছনে বড় ভূমিকা ছি রয়ের। এরপর বেঙ্গালুরুতে যান তিনি। গত মরশুমে রানার্স হয় বেঙ্গালুরু।
এবারে সুপার কাপ রানার্স হয় ওড়িশা। ওড়িশা এফসিতেও ভালো পারফরমেন্স দিচ্ছেন রয়। ফলে ভালো ইনভেস্টর এনে ফিজি গোলমেশিনকে নিতে উদ্যোগী সাদা কালো কর্তারা। এদিকে তাঁদের আই লিগ জয়ী দলের তিন বিদেশি অ্যালেক্সিস গোমেজ, মির্জালল কাশিমভ, জোসেফ আদজাইকেও রাখা হবে ৷ কোচ আন্দ্রে চেরনিশভের চুক্তি বাড়ানো হয়েছে ৷
ভারতীয় ফুটবলারদের মধ্যে বর্তমান দলের সঙ্গে নজরকাড়া কয়েকজন ফুটবলারের দিকে হাত বাড়াতে চায় মহামেডান স্পোর্টিং৷ ডেভিড হাতছাড়া হয়েছে ৷ রেমসাঙ্গাও অন্য দলে চলে যেতে পারেন বলে খবর ৷
এদিকে আগামী ১৬ এপ্রিল মহামেডান ক্লাব তাঁবুতে সংবর্ধনা দেওয়া হবে আই লিগ জয়ী ফুটবলারদের। উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিরা। আর সেদিনই দেওয়া হবে শান-এ-মহামেডান পুরষ্কার। এবার শান-এ-মহামেডান পুরষ্কার দেওয়া হবে প্রাক্তন গোলরক্ষক অতনু ভট্টাচার্য ও ইউসুফ আনসারিকে।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

