বেঙ্গালুরু ছেড়ে নিজের পুরোনো ক্লাবেই ফিরছেন রয় কৃষ্ণা!

সূত্রের খবর, ফিজির এই তারকা ফরোয়ার্ড আসন্ন মরশুমে এ লিগে নিজের পুরোনো ক্লাব ওয়েলিংটন ফিনিক্সে খেলতে চান।
বেঙ্গালুরু ছেড়ে নিজের পুরোনো ক্লাবেই ফিরছেন রয় কৃষ্ণা!
ছবি - রয় কৃ্ষ্ণার ফেসবুক পেজ
Published on

ভারতের মাটিতে খেলে ফুটবল প্রেমীদের নয়নের মণি হয়ে গেছেন ফিজিয়ান গোলমেশিন রয় কৃষ্ণা। তবে আগামী আইএসএলে রয়কে নাও দেখা যেতে পারে বেঙ্গালুরু এফসির জার্সিতে।

বেঙ্গালুরু রয়কে নিতে আর আগ্রহী নয়। রয় নিজেও ভারতীয় কোনো ক্লাবের সঙ্গে আর যুক্ত হতে চান না। তিনি খেলবেন তাঁর পুরনো ক্লাবেই। সূত্রের খবর, আবারও নাকি তিনি এ লিগে ফিরতে চলেছেন।

ফিজির এই তারকা ফরোয়ার্ড আসন্ন মরশুমে এ লিগে নিজের পুরোনো ক্লাব ওয়েলিংটন ফিনিক্সে খেলতে চান। চার বছর ভারতে থাকার পর পরিবারের কাছাকাছি থাকতে অস্ট্রেলিয়া ফিরতে পারেন রয় কৃষ্ণা।

২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত লাবাসার হয়ে খেলেছিলেন তিনি। সেখান থেকে ওয়েটেকার ইউনাইটেডের হয়ে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেছিলেন। অকল্যান্ডের হয়ে ২০১৩ সাল পর্যন্ত খেলেছিলেন রয়। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওয়েলিংটন ফিনিক্সের হয়ে খেলেছিলেন। এরপরে ভারতে এসেছিলেন রয় কৃষ্ণা। ২০১৯ - ২০২০ মরসুমে এটিকে দলকে আইএসএলে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নেন।২০২০-২০২২ এটিকে মোহনবাগানের হয়ে খেলেন। গত মরসুমে বাগান কোচ জুয়ান ফেরান্দো রয়কে রাখেনি। এরপর তিনি ২০২২ বেঙ্গালুরু এফসিতে যোগ দেন। ভালো পারফরম্যান্সও করেন।

বেঙ্গালুরু ছেড়ে নিজের পুরোনো ক্লাবেই ফিরছেন রয় কৃষ্ণা!
IPL 2023: মোহনবাগানকে সোশ্যাল মিডিয়ায় সম্মান প্রদর্শন লখনউ সুপার জায়ান্টস-র

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in