Ross Taylor: ঘরোয়া মরশুম শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় রস টেলরের

নিউজিল্যান্ডের হয়ে ১১০ টি টেস্ট ম্যাচ খেলেছেন টেলর। ৪৪.৩৬ গড়ে টেস্টে ৭৫৮৫ রান করেছেন তিনি। পাঁচ দিনের ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৯ টি। ২৩৩ টি ওডিআই ম্যাচে ৪৮.১৮ গড়ে ৮৫৭৬ রান করেছেন।
রস টেলর
রস টেলরফাইল ছবি সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের বর্ণময় ক্রিকেট কেরিয়ারের ইতি টানতে চলেছেন কিউই কিংবদন্তী ব্যাটার রস টেলর। ২০২২ সালের ঘরোয়া মরশুমের পরেই একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই শতাধিক ম্যাচ খেলা টেলর নিজের প্যাড জোড়া তুলে রাখবেন। বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা জানালেন টেলর।

বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে টেলর লেখেন, "আসন্ন বছরের ঘরোয়া মরশুমে বাংলাদেশের বিরুদ্ধে দু'টি টেস্ট আর অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ছ'টি ওয়ান ডে খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৭ বছর ধরে আমাকে সমর্থন করার জন্য অনেক ধন্যবাদ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে অত্যন্ত গর্বের ছিলো।"

নিউজিল্যান্ডের হয়ে ১১০ টি টেস্ট ম্যাচ খেলেছেন টেলর। ৪৪.৩৬ গড়ে টেস্টে ৭৫৮৫ রান করেছেন তিনি। পাঁচ দিনের ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছেন ১৯ টি। ২৩৩ টি ওডিআই ম্যাচে ৪৮.১৮ গড়ে ৮৫৭৬ রান করেছেন। ৫০ ওভারের ক্রিকেটে টেলরের সেঞ্চুরি রয়েছে ২১ টি। টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে টেলরই নিউজিল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্র ফর্ম্যাটে ১০২টি ম্যাচ খেলেছেন টেলর। টি-টোয়েন্টিতে রান করেছেন ১৯০৯। টেলরই হলেন একমাত্র ক্রিকেটার যার দখলে তিন ফর্ম্যাটেই শতাধিক ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে। ২০১৫ সালে ও ২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে উঠলেও খালি হাতে ফিরতে হয়েছে টেলরকে। তবে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের খেতাব জয়ই টেলরের আইসিসি ইভেন্টে জেতা সর্বোচ্চ দলগত শিরোপা।

রস টেলর
The Ashes: ৬৮ রানেই শেষ ইংল্যান্ড, এক ইনিংস ও ১৪ রানে ম্যাচ জিতে অ্যাশেজ নিশ্চিত কামিন্সদের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in