সৌরভ গাঙ্গুলির ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে লর্ডসে ইতিহাস গড়লেন কিউই তারকা ডেভন

১৯৯৬ সালে লর্ডসে অভিষেক টেস্টেই শতরান করেছিলেন সৌরভ গাঙ্গুলি। তার আগে ১৮৯৩ সালে লর্ডসে খেলতে এসে প্রথম এই কীর্তি রচনা করেন অস্ট্রেলিয়ার হ্যারি গ্রাহাম।
সৌরভ গাঙ্গুলির ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে লর্ডসে ইতিহাস গড়লেন কিউই তারকা ডেভন
Published on

লর্ডসে নতুন ইতিহাস রচনা করলেন কিউই ওপেনার ডেভন কনওয়ে। 'ক্রিকেটের মক্কায়' অভিষেক টেস্টেই হাঁকালেন অনবদ্য শতরান। ভাঙলেন সৌরভ গাঙ্গুলির ২৫ বছরের পুরোনো রেকর্ড।

১৯৯৬ সালে লর্ডসে অভিষেক টেস্টেই শতরান করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। যেটা ছিলো সফরকারী দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে লর্ডসে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে শতরান। তার আগে ১৮৯৩ সালে লর্ডসে খেলতে এসে প্রথম এই কীর্তি রচনা করেন অস্ট্রেলিয়ার হ্যারি গ্রাহাম। এবার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সফরকারী দলের হয়ে অভিষেক টেস্টে শতরান করলেন ডেভন। সেইসঙ্গে লর্ডসে অভিষেক টেস্টে সৌরভের করা সর্বোচ্চ ১৩১ রানকে টপকে গেলেন কিউই ব্যাটসম্যান। ডেভন প্রথম দিনের শেষে অপরাজিত রয়েছেন ১৩৬* রানে।

নিউজিল্যান্ডের দ্বাদশ ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে শতরান করলেন ডেভন কনওয়ে। সেইসঙ্গে লর্ডসে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই কীর্তি রচনা করলেন।

নিউজিল্যান্ডের এই বাঁ হাতি ওপেনার ২৪০ বলে ১৩৬* রানে অপরাজিত রয়েছেন। তার ইনিংসে রয়েছে ১৬ টি বাউন্ডারি। প্রথম দিনের শেষে কনওয়ের ব্যাটিংএ ভর করে ৩ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করেছে কিউইরা।

লর্ডসে টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ওপেন করতে নামা টম লেথাম(২৩), অধিনায়ক কেন উইলিয়ামসন(১৩), অভিজ্ঞ রস টেলরেরা(১৪) বিশেষ কিছু করে দেখাতে পারেনি। একা হাতে দলের ভীত শক্ত করেছেন ডেভন। হেনরি নিকোলাস অপরাজিত রয়েছেন ৪৬ রানে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in