FIFA World Cup 22: রোনাল্ডো বনাম গডিন নাকি পেপে বনাম সুয়ারেজ? একঝলকে Group H-র ফুল স্কোয়াড

গ্রুপ ‘এইচ’-এ আছে পর্তুগাল, উরুগুয়ে, ঘানা ও দক্ষিণ কোরিয়া।
গ্রুপ এইচ
গ্রুপ এইচগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা। তারপরেই শুরু হবে ফুটবলের বিশ্বযুদ্ধ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কাতার ও ইকুয়েডর। কিন্তু তার আগে দেখে নেওয়া যাক গ্রুপ ‘এইচ’-র ৪ দেশের ফুল স্কোয়াড।

গ্রুপ ‘এইচ’-এ আছে পর্তুগাল, উরুগুয়ে, ঘানা ও দক্ষিণ কোরিয়া।

পর্তুগাল

গোলরক্ষক: হোসে সা, রুই প্যাট্রিসিও, ডিয়োগো কোস্টা।

ডিফেন্ডার: জোয়াও ক্যানসেলো, ডিয়োগো ডালোট, পেপে, রুবেন দিয়াস, দানিলো পেরেইরা, আন্তোনিও সিলভা, নুনো মেন্ডেস, রাফায়েল গুয়েরেইরো।

মিডফিল্ডার: উইলিয়াম, রুবেন নেভেস, জোয়াও পালহিনহা, ব্রুনো ফার্নান্দেস, ভিতিনহা, ওটাভিও, ম্যাথিউস নুনেস, বার্নার্ডো সিলভা, জোয়াও মারিও।

ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিও, রিকার্ডো হোর্তা, আন্দ্রে সিলভা, গনকালো রামোস।

ঘানা

গোলরক্ষক: মানাফ নুরুদিন, দানলাদ ইব্রাহিম, লরেন্স আতি জিগি।

ডিফেন্ডার: ডেনিস ওডোই, তারিক ল্যাম্পটে, আলিদু সিদু, ড্যানিয়েল আমর্তে, জোসেফ আইদু, আলেকজান্ডার ডিজিকু, মোহাম্মদ সালিসু, আবদুল-রহমান বাবা, গিডিয়ন মেনসাহ।

মিডফিল্ডার: অ্যান্ড্রু আয়, থমাস পার্টি, এলিশা ওউসু, সালিস আবদুল সামেদ, মোহাম্মদ কুদুস, ড্যানিয়েল কফি কায়ার।

ফরোয়ার্ড: ড্যানিয়েল বার্নিয়েহ আফ্রি, কামাল সোওয়াহ, আইজ্যাক আবদুল ফাতাউ, ওসমান বুকারি, ইনাকি উইলিয়ামস, অ্যান্থনি সেমেনিও, জর্ডান আয়ু, কামালদিন সুলেমানা।

দক্ষিণ কোরিয়া

গোলরক্ষক: কিম সেউং-গিউ, জো হিওন-উ, সং বাম-কেউন।

ডিফেন্ডার: কিম মিন-জে, কিম ইয়ং-গুওন, কওন কিয়ং-ওন, চো ইউ-মিন, কিম মুন-হোয়ান, ইউন জং-গিউ, কিম তাই-হোয়ান, কিম জিন-সু, হং চুল।

মিডফিল্ডার: জং উ-ইয়ং, সন জুন-হো, পাইক সেউং-হো, হোয়াং ইন-বিওম, লি জায়ে-সুং, কওন চ্যাং-হুন, জিওং উ-ইয়ং, লি কাং-ইন, সন হিউং-মিন, হোয়াং হি- চ্যান, না সাং-হো, গান মিন-কিউ।

ফরোয়ার্ড: হোয়াং উই-জো, চো গুয়ে-সুং।

উরুগুয়ে

গোলরক্ষক: ফার্নান্দো মুসলেরা, সার্জিও রোচেট, সেবাস্তিয়ান সোসা।

ডিফেন্ডার: দিয়েগো গডিন, হোসে মারিয়া গিমেনেজ, রোনাল্ড আরাউজো, সেবাস্টিয়ান কোটস, মার্টিন ক্যাসেরেস, ম্যাথিয়াস অলিভেরা, মাতিয়াস ভিনা, গুইলারমো ভারেলা, জোসা লুইস রদ্রিগেজ।

মিডফিল্ডার: ম্যানুয়েল উগার্তে, ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগো বেন্টানকুর, মাতিয়াস ভেচিনো, লুকাস তোরেইরা, নিকো দে লা ক্রুজ, জর্জিয়ান ডি আরাসকায়েটা।

ফরোয়ার্ড: লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি, ডারউইন নুনেজ, ম্যাক্সি গোমেজ, ফ্যাকুন্ডো পেলিস্ট্রি, অগাস্টিন ক্যানোবিও, ফাকুন্ডো টরেস।

একনজরে দেখে নেওয়া যাক চার দেশের ফিক্সচার –

উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া (২৪ নভেম্বর), পর্তুগাল বনাম ঘানা (২৪ নভেম্বর), দক্ষিণ কোরিয়া বনাম ঘানা (২৮ নভেম্বর), পর্তুগাল বনাম উরুগুয়ে (২৯ নভেম্বর), পর্তুগাল বনাম দক্ষিণ কোরিয়া (২ ডিসেম্বর) ও ঘানা বনাম উরুগুয়ে  (২ ডিসেম্বর)।

গ্রুপ এইচ
FIFA World Cup 22: গ্রুপ 'এফ'-র ৪ দেশের দল গঠন ঠিক কতটা শক্তিশালী? দেখুন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in