FIFA World Cup 22: গ্রুপ 'এফ'-র ৪ দেশের দল গঠন ঠিক কতটা শক্তিশালী? দেখুন

গ্রুপ ‘এফ’-এ রয়েছে কানাডা, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও মরক্কো।
FIFA World Cup 22: গ্রুপ 'এফ'-র ৪ দেশের দল গঠন ঠিক কতটা শক্তিশালী? দেখুন
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

রাত পোহালেই বিশ্ব মেতে উঠবে কাতার বিশ্বকাপে। এই বিশ্বকাপের গ্রুপ 'এফ'-র দিকেও অনেকে নজর রেখেছে। এই গ্রুপের চার দেশের ফুল স্কোয়াড দেখে নিন।

গ্রুপ ‘এফ’-এ রয়েছে কানাডা, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও মরক্কো।

কানাডা

গোলরক্ষক: জেমস প্যানটেমিস, মিলান বোরজান, ডেইন সেন্ট ক্লেয়ার

ডিফেন্ডার: স্যামুয়েল অ্যাডেকুগবে, জোয়েল ওয়াটারম্যান, অ্যালিস্টার জনস্টন, রিচি লারিয়া, কামাল মিলার, স্টিভেন ভিটোরিয়া, ডেরেক কর্নেলিয়াস

মিডফিল্ডার: লিয়াম ফ্রেজার, ইসমাইল কোন, মার্ক-অ্যান্টনি কায়, ডেভিড ওদারস্পুন, জোনাথন ওসোরিও, আতিবা হাচিনসন, স্টিফেন ইউস্তাকিও, স্যামুয়েল পিয়েট

ফরোয়ার্ড: তাজন বুকানন, লিয়াম মিলার, লুকাস ক্যাভালিনি, আইকে উগবো, জুনিয়র হোয়েলেট, জোনাথন ডেভিড, সাইল লারিন, আলফোনসো ডেভিস।

মরক্কো

গোলরক্ষক: ইয়াসিন বোনো, মুনির, আহমেদ রেদা তাগনাউতি।

ডিফেন্ডার: আচরাফ হাকিমি, রোমেন সাইস, নুসাইর মাজরাউই, নায়েফ আগুয়ের্দ, আচরাফ দারি, জাওয়াদ এল-ইয়ামিক, ইয়াহিয়া আত্তিয়াত-আল্লাল, বদর বেনুন।

মিডফিল্ডার: সোফিয়ান আমরাবাত, সেলিম আমাল্লাহ, আবদেলহামিদ সাবিরি, আজেদিন ওনাহি, বিলেল এল খানৌস, ইয়াহিয়া জাবরেন।

ফরোয়ার্ড: হাকিম জিয়াচ, ইউসেফ এল-নেসরি, সোফিয়ান বাউফল, এজ আবদে, আমিনে হারিত, জাকারিয়া আবুখলাল, ইলিয়াস চেয়ার, ওয়ালিদ চেদিরা, আবদেরাজ্জাক হামদাল্লাহ।

বেলজিয়াম

গোলরক্ষক: থিবাউট কোর্তোয়া, সাইমন মিগনোলেট, কোয়েন কাস্টিলস।

ডিফেন্ডার: জান ভার্টোনহেন, টবি অ্যাল্ডারওয়েইরল্ড, লিয়েন্ডার ডেনডনকার, ওয়াউট ফায়েস, আর্থার থিয়েট, জেনো ডিবাস্ট, ইয়ানিক ক্যারাস্কো, থমাস মিউনিয়ার, টিমোথি কাস্টেন, থরগান হ্যাজার্ড।

মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইন, ইউরি টাইলেম্যানস, আন্দ্রে ওনানা, অ্যাক্সেল উইটসেল, হ্যান্স ভানাকেন।

ফরোয়ার্ড: এডেন হ্যাজার্ড, চার্লস ডি কেটেলারে, লিয়েন্দ্রো ট্রসার্ড, ড্রিস মের্টেন্স, জেরেমি ডকু, রোমেলু লুকাকু, মিচি বাতশুয়াই এবং লোইস ওপেন্ডা।

ক্রোয়েশিয়া

গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ইভিকা ইভুসিচ, ইভো গ্রবিকচ।

ডিফেন্ডার: ডোমাগোজ ভিদা, দেজান লোভরেন, বোর্না বারিসিচ, জোসিপ জুরানোভিচ, জোসকো গভার্দিওল, বোর্না সোসা, জোসিপ স্ট্যানিসিচ মার্টিন এরলিচ, জোসিপ সুতালো।

মিডফিল্ডার: লুকা মড্রিচ, মাতেও কোভাসিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও পাশালিচ, নিকোলা ভ্লাসিচ, লভরো মেজার, ক্রিস্টিজান জাকিচ, লুকা সুচিচ

ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রমারিচ, ব্রুনো পেটকোভিচ, মিসলাভ ওরসিচ, আন্তে বুদিমির, মার্কো লিভাজা

মরক্কো বনাম ক্রোয়েশিয়া (২৩ নভেম্বর), বেলজিয়াম বনাম কানাডা (২৪ নভেম্বর), বেলজিয়াম বনাম মরক্কো (২৭নভেম্বর), ক্রোয়েশিয়া বনাম কানাডা (২৭নভেম্বর), ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম (১ ডিসেম্বর) ও কানাডা বনাম মরক্কো (১ ডিসেম্বর)।

এই গ্রুপের প্রথম স্থানে যে থাকবে তার সাথে গ্রুপ ‘এফ’-র দ্বিতীয়ের খেলা হবে। আর গ্রুপ ‘ই’-র দ্বিতীয়ের সাথে গ্রুপ ‘এফ’-র প্রথম স্থানের খেলা হবে।

FIFA World Cup 22: গ্রুপ 'এফ'-র ৪ দেশের দল গঠন ঠিক কতটা শক্তিশালী? দেখুন
FIFA world Cup 22: বিশ্বকাপের গ্রুপগুলির মধ্যে অন্যতম সেরা গ্রুপ 'ই'! কোন ৪ দেশ আছে জানেন?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in