Roland Garros: মিডেলকুপকে সঙ্গে নিয়ে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে রোহন বোপান্না

২০১৭ সালে গ্যাব্রিয়েলা ডাব্রোস্কির সাথে জুটি বেঁধে ফ্রেঞ্চ ওপেনে মিক্সড ডবলসে শিরোপা জিতেছিলেন রোহন। তবে এর আগে কোনোদিনই রোলাঁ গারোর ক্লে কোর্টে ডবলসের কোয়ার্টারে পৌঁছানো হয়নি তাঁর।
Roland Garros: মিডেলকুপকে সঙ্গে নিয়ে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে রোহন বোপান্না
ছবি সৌজন্যেঃ রোলাঁ গারো

প্রথমবার পুরুষদের ডাবলসে রোলাঁ গারোর সেমিফাইনালে জায়গা করে নিলেন ভারতের টেনিস তারকা রোহন বোপান্না। ডাচ জুটি ম্যাটওয়ে মিডেলকুপের সাথে ব্রিটিশ-ফিনল্যান্ড জুটি লাইওড গ্লাসপুল এবং হ্যারি হেলিওভারাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন এই ৪২ বর্ষীয় ভারতীয় টেনিস স্টার। কোয়ার্টার ফাইনালে সিমোনে-ম্যাথিউ কোর্টে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ৪-৬, ৬-৪, ৭-৬ (১০-৩) ব্যবধানে ম্যাচ জিতে নেয় ইন্দো-ডাচ জুটি। ২ ঘন্টা ৪ মিনিট ধরে চলে এই লড়াই।

টুর্নামেন্টের ১৬ তম বাছাই বোপান্না এবং মিডেলকুপ তাদের সমস্ত অভিজ্ঞতা তুলে ধরে তৃতীয় সেটের টাইব্রেকার জিতে নেয়। তার কারণ সুপার টাইব্রেকার ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ১০-৩ ব্যবধানে জয় অর্জন করেন।

২০১৭ সালে গ্যাব্রিয়েলা ডাব্রোস্কির সাথে জুটি বেঁধে ফ্রেঞ্চ ওপেনে মিক্সড ডবলসে শিরোপা জিতেছিলেন রোহন। তবে এর আগে কোনোদিনই রোলাঁ গারোর ক্লে কোর্টে ডবলসের কোয়ার্টারে পৌঁছানো হয়নি তাঁর। শেষবার কর্ণাটকের এই তারকা ২০১৫ সালে উইম্বলডনের সেমিফাইনালে প্রবেশ করেছিলেন। তারপর দীর্ঘ সাত বছরে আর কোনো গ্র্যান্ডস্ল্যামের সেমিফাইনালে পৌঁছাতে পারেননি রোহন। মিডেলকুপের সাথে জুটি বেঁধে দীর্ঘদিনের সেই খরা কাটালেন তিনি।

সেমিফাইনালে ইন্দো-ডাচ জুটি মুখোমুখি হবেন টুর্নামেন্টের ১২ তম বাছাই মার্সেলো আরেভালো এবং জিন-জুলিয়েন রজারের।

উল্লেখ্য, রোহন ডবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেও মিক্সড ডাবলসে ভারতের আশা শেষ। আগেই বিদায় নিয়েছিলেন সানিয়া। রবিবার স্লোভেনিয়ান পার্টনার আন্দ্রেজা ক্লেপাকের সাথে দ্বিতীয় রাউন্ডেই হারের মুখ দেখতে হয় রোহনকে। ১ ঘন্টা ১৮ মিনিটের হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর চেক প্রজাতন্ত্রের লুসি হার্ডেকা এবং ইকুয়েডরের গঞ্জালো এসকোবার কাছে ৬-৭(৭-২), ৬-৪ ব্যবধানে স্ট্রেট সেটে হারেন ইন্দো-স্লোভেনিয়ান জুট।প্রথমবার পুরুষদের ডাবলসে রোলাঁ গারোর সেমিফাইনালে জায়গা করে নিলেন ভারতের টেনিস তারকা রোহন বোপান্না। ডাচ জুটি ম্যাটওয়ে মিডেলকুপের সাথে ব্রিটিশ-ফিনল্যান্ড জুটি লাইওড গ্লাসপুল এবং হ্যারি হেলিওভারাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন এই ৪২ বর্ষীয় ভারতীয় টেনিস স্টার। কোয়ার্টার ফাইনালে সিমোনে-ম্যাথিউ কোর্টে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ৪-৬, ৬-৪, ৭-৬ (১০-৩) ব্যবধানে ম্যাচ জিতে নেয় ইন্দো-ডাচ জুটি। ২ ঘন্টা ৪ মিনিট ধরে চলে এই লড়াই।

Roland Garros: মিডেলকুপকে সঙ্গে নিয়ে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে রোহন বোপান্না
Roland Garros: কোয়ার্টার ফাইনালে নাদালের মুখোমুখি জকোভিচ, পূর্বের পরিসংখ্যানে এগিয়ে কে?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in