Roland Garros: কোয়ার্টার ফাইনালে নাদালের মুখোমুখি জকোভিচ, পূর্বের পরিসংখ্যানে এগিয়ে কে?

এই নিয়ে ওপেন এরাতে ৫৯ তম বার একে অপরের মুখোমুখি হতে চলেছেন জকোভিচ এবং নাদাল। ফরাসী ওপেনে এর আগে ৯ বার মুখোমুখি হয়েছেন দুজনে।
রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ
রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচছবি - সংগৃহীত

পুরুষদের সিঙ্গলসে ফরাসী ওপেনের কোয়ার্টার ফাইনাল নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। তার কারণ ব্লকবাস্টার ম্যাচে মুখোমুখি হচ্ছেন ওপেন এরার দুই মহাতারকা রাফায়েল নাদাল এবং নোভাক জকোভিচ

রবিবার আর্জেন্টিনার দিয়েগো শার্তজম্যানকে ৬-১, ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নিয়েছিলেন জকোভিচ। এরপর চতুর্থ রাউন্ডের ম্যাচে কানাডিয়ান তরুণ ফেলিক্স অগার-আলিয়াসিমের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর কোয়ার্টারের টিকিট পেয়ে যান নাদাল। আর এর ফলেই কোয়ার্টার ফাইনালে সার্বিয়ান তারকার মুখোমুখি হচ্ছেন স্প্যানিশ সেনসেশন। ৪ ঘন্টা ২১ মিনিটের পাঁচ সেটের লড়াইয়ের পর নাদালের পক্ষে ম্যাচের ফলাফল ৩-৬, ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩।

এই নিয়ে ওপেন এরাতে ৫৯ তম বার একে অপরের মুখোমুখি হতে চলেছেন জকোভিচ এবং নাদাল। ফরাসী ওপেনে এর আগে ৯ বার মুখোমুখি হয়েছেন দুজনে। দেখে নেওয়া যাক রোলাঁ গারোর পূর্বের সাক্ষাতে দুই তারকার ফলাফল কেমন ছিলো-

১. ২০০৬ কোয়ার্টার ফাইনাল: আজ থেকে দীর্ঘ ১৬ বছর আগে এই দুই তারকার প্রথম সাক্ষাতের ফলাফল ছিলো নাদালের পক্ষে। রাফা ৬-৪, ৬-৪ সেটে হারিয়েছিলেন সার্বিয়ান তারকাকে।

২. ২০০৭ সেমিফাইনাল: জকোভিচকে তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে স্ট্রেট সেটে হারিয়েছিলেন নাদাল। স্প্যানিশ তারকার পক্ষে ম্যাচের ফলাফল ৭-৫, ৬-৪, ৬-২।

৩. ২০০৮ সেমিফাইনাল: ২০০৭ সালের পুনরাবৃত্তি ঘটে এই ম্যাচেও। 'ক্লে কোর্টের রাজা' নাদাল ৬-৪, ৬-২, ৭-৬ সেটে হারান জোকারকে।

৪. ২০১২ ফাইনাল: প্রথমবার রোলাঁ গারোর ফাইনালের সাক্ষাতে জকোভিচকে ৬-৪, ৬-৩, ২-৬, ৭-৫ সেটে হারিয়ে সপ্তমবার ফ্রেঞ্চ ওপেন হাতে তোলেন রাফা।

৫. ২০১৩ সেমিফাইনাল: এবারও জয়ের মুখ দেখেননি জকোভিচ। পাঁচ সেটের লড়াইয়ের সার্বিয়ান তারকাকে ৬-৪, ৩-৬, ৬-১, ৬-৭, ৯-৭ সেটে হারান নাদাল।

৬. ২০১৪ ফাইনাল: এই লড়াইয়েও রোলাঁ গারোর সম্রাট হন নাদাল। ৩-৬, ৭-৫, ৬-২, ৬-৪ ফলে খেতাব জেতেন তিনি।

৭. ২০১৫ কোয়ার্টার ফাইনাল:রোলাঁ গারোর মঞ্চে প্রথমবার রাফায়েল নাদালকে হারান জকোভিচ। দীর্ঘ অপেক্ষার পর ৭-৫, ৬-৩, ৬-১ ফলে নাদালের বিপক্ষে ফ্রেঞ্চ ওপেনে প্রথম জয় পান সার্বিয়ান তারকা।

৮. ২০২০ ফাইনাল: জকোভিচকে ৬-০, ৬-২, ৭-৫ সেটে উড়িয়ে দিয়ে ১৩ তম ফ্রেঞ্চ ওপেন জিতে নেন নাদাল।

৯. ২০২১: গত বছর প্রথমবার রোলাঁ গারোর ফাইনালে নাদালকে হারিয়ে প্যারিসের রাজা হন জকোভিচ। সার্বিয়ান নম্বর ওয়ানের পক্ষে ফলাফল ছিলো ৩-৬, ৬-৩, ৭-৬, ৬-২।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in