T20 World Cup 24: বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেকর্ড রোহিতের! পিছনে ফেললেন পাক অধিনায়ক বাবর আজমকে

People's Reporter: আন্তর্জাতিক টি-২০ তে ৪০০০ রানের গণ্ডি টপকালেন 'হিটম্যান'। বাবর আজমের বর্তমান রান ৪০২৩। রোহিতের বর্তমান রান ৪০২৬।
রোহিত শর্মা
রোহিত শর্মাছবি - জয় শাহ-র এক্স হ্যান্ডেল
Published on

টি-২০ বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। পাশাপাশি সর্বাধিক রানের নিরিখে বাবর আজমকেও পিছনে ফেললেন 'হিটম্যান'।

বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ ছিল ভারতের। বোলারদের দাপটে আয়ারল্যান্ডকে ৯৬ রানেই আটকে দেয় টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১ রানে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। কিন্তু অধিনায়ক রোহিত অর্ধশতরান করলেন। ৩৬ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। ৩৭ বলে ৫২ করে আহত হয়ে প্যাভিলিয়নে ফেরেন।

হাফসেঞ্চুরির পাশাপাশি পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকেও পিছনে ফেললেন রোহিত। আন্তর্জাতিক টি-২০ তে ৪০০০ রানের গণ্ডি টপকালেন 'হিটম্যান'। বাবর আজমের বর্তমান রান ৪০২৩। রোহিতের বর্তমান রান ৪০২৬। সর্বাধিক রানের নিরিখে প্রথম স্থানে রয়েছেন বিরাট কোহলি। তাঁর রান সংখ্যা ৪০৩৮।

এছাড়া ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সর্বাধিক টি-২০ ম্যাচ জিতলেন রোহিত শর্মা। আয়ারল্যান্ডকে হারিয়ে ৪২তম ম্যাচ জিতলেন তিনি।।

অন্যদিকে আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে ৫০ টি উইকেটের মালিক হলেন অক্ষর প্যাটেল। গতকাল ম্যাচে ১ ওভার বল করেন অক্ষর। ওই ওভারেই ৩ রান দিয়ে ১ উইকেট তুলে নেন ভারতের এই স্পিনার। ১২.২ ওভারেই ভারত ম্যাচ জিতে নেয়।

ভারতের পরবর্তী ম্যাচ রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। সেই ম্যাচে পাকিস্তানের পেসের সামনে পরীক্ষার মুখে পড়বেন ভারতীয় ব্যাটাররা। জবাবে তৈরি রয়েছেন আর্শদীপ সিং-রাও।

রোহিত শর্মা
Sunil Chhetri: পরের রাউন্ডে গেলেও অবসর ভেঙে ফিরবেন না, সাফ জানালেন সুনীল
রোহিত শর্মা
Sunil Chhetri: সুনীলকে জয় উপহার দিতে চান শুভাশিস

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in