Rinku Singh: অপেক্ষার অবসান, জাতীয় দলে ডাক পেলেন রিঙ্কু সিং

২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমস। তাতে জিতেশ শর্মা, রুতুরাজ গায়কোয়াড়ের পাশাপাশি সুযোগ পেলেন রিঙ্কু সিং-ও।
জাতীয় দলে ডাক পেলেন রিঙ্কু সিং
জাতীয় দলে ডাক পেলেন রিঙ্কু সিংছবি - রিঙ্কু সিং-র ফেসবুক পেজ

অবশেষে স্বপ্নপূরণ নাইট তারকা রিঙ্কু সিং-র। ১৯তম এশিয়ান গেমসের জন্য ভারতের ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিসিআই। তাতেই দেখা যাচ্ছে নাম রয়েছে রিঙ্কুর। অধিনায়ক করা হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের টি-২০ দলে জায়গা না পেয়ে হতাশ হয়েছিলেন রিঙ্কু। তবে নিজের লক্ষ্যের স্থির ছিলেন। তাঁর বিশ্বাস ছিল জাতীয় দলে খুব শীঘ্রই তাঁর ডাক পড়বে। ঠিক তেমনটাই হলো। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমস। এশিয়ান গেমসে ভারত যে দল পাঠাবে তা আগে থেকেই নিশ্চিত ছিল। গতকাল দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতে জিতেশ শর্মা, রুতুরাজ গায়কোয়াড়ের পাশাপাশি সুযোগ পেলেন রিঙ্কু সিং-ও। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই খুশির খবরও শেয়ার করেছেন নাইট তারকা।

ভারতীয় স্কোয়াড - রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, আর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে এবং প্রভসিমরণ সিং (উইকেট কিপার)। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা এবং সাই সুদর্শনকে।

রুতুরাজও আইপিএলে চেন্নাইয়ের হয়ে দুরন্ত ছন্দে ছিলেন। বহু ম্যাচ জেতানোর কারিগরও ছিলেন তিনি। তাঁকে অধিনায়ক করে বিসিসিআই কার্যত সকলকে অবাক করে দিয়েছে।

একই সাথে মহিলাদের দলও ঘোষণা করেছে বিসিসিআই। মহিলা দলে রয়েছেন, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা, শেফালি ভার্মা, জেমিমা রড্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, আমানজোত কৌর, দেবিকা বৈদ্য, অঞ্জলি সর্বানী, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কোয়াড়, মিন্নু মানি, কণিকা আহুজা, উমা ছেত্রী, অনুষা বারেড্ডি। স্ট্যান্ড বাই হিসেবে রয়েছেন, হারলীন দেওয়াল, কাশভি গৌতম, স্নেহ রানা, সাইকা ইশক এবং পূজা ভস্ট্রকর।

জাতীয় দলে ডাক পেলেন রিঙ্কু সিং
IND vs WI: ‘ভীরু’কে টপকে টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে শীর্ষ ৫-এ কোহলি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in