Spanish Super Cup: ফেডরিকো ভালভার্দের গোলে বার্সাকে হারিয়ে সুপার কাপের ফাইনালে রিয়েল মাদ্রিদ

নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ২-২ ব্যবধানে থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই রিয়েলের হয়ে বাজিমাৎ করেন ফেডরিকো ভালভার্দে। ৩-২ গোলে এল ক্লাসিকো জিতে রিয়েল নিশ্চিত করে সুপার কাপের ফাইনাল।
রিয়েল মাদ্রিদ বনাম বার্সেলোনা
রিয়েল মাদ্রিদ বনাম বার্সেলোনাছবি রিয়েল মাদ্রিদের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের টিকিট অর্জন করলো রিয়েল মাদ্রিদ। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ২-২ ব্যবধানে ড্র থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই রিয়েলের হয়ে বাজিমাৎ করেন ফেডরিকো ভালভার্দে। ৩-২ গোলে এল ক্লাসিকো জিতে রিয়েল নিশ্চিত করে সুপার কাপের ফাইনাল।

সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের ২৫ মিনিটে গোলের মুখ খোলে রিয়েল মাদ্রিদ। করিম বেনজেমার পাস থেকে অনবদ্য গোলে লস ব্ল্যাঙ্কোসদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধ শেষের আগেই অবশ্য সমতা ফিরে পায় জাভি হার্নান্দেজের ছাত্ররা। ৪১ মিনিটের মাথায় ৩১ বর্ষীয় ডাচ ফরোয়ার্ড লুক ডি জং সমতা এনে দেন কাতালান ক্লাবটিকে।

দ্বিতীয়ার্ধের প্রথম কুড়ি মিনিটের মধ্যেই তিনটি পরিবর্তন আনেন বার্সা ম্যানেজার জাভি। ডি জং-এর পরিবর্তে পেদ্রি, ফেরান তোরেসের পরিবর্তে আবদেসামাদ এজালজোলি এবং লুক ডি জং-এর পরিবর্তে জাভি মাঠে নামান আনসু ফাতিকে। ৬৮ মিনিটের মাথায় অ্যাসেনসিওর পরিবর্তে আনচেলোত্তি মাঠে নামান রদ্রিগোকে।

প্রথম পরিবর্তন করার চার মিনিট বাদেই বার্সাকে গোল হজম করিয়ে এগিয়ে যায় রিয়েল মাদ্রিদ। প্রথম গোলে সহযোগিতা করার পর সরাসরি দ্বিতীয় গোলটি করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। রিয়েল এগিয়ে গেলেও ৮৩ মিনিটে আবার সমতা অর্জন করে বার্সা। এবার জর্ডি আলবার পাস থেকে গোল করে সমতা এনে দেন আনসু ফাতি।

নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল ছিলো ২-২। এরপর খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেই ৯৮ মিনিটের মাথায় বার্সার স্বপ্ন ভঙ্গ করে রিয়েলকে এগিয়ে দেন ফেডরিকো ভালভার্দে। শেষ পর্যন্ত এই লীড ধরে রেখে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পৌঁছে যায় কার্লো আনচেলোত্তির ব্রিগেড।

রিয়েল মাদ্রিদ বনাম বার্সেলোনা
ISL 2021-22: ওড়িশাকে হারিয়ে শীর্ষস্থান ফিরে পেলো কেরালা ব্লাস্টার্স

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in