Asia Cup 2023: কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অনন্য নজির রবীন্দ্র জাদেজার

People's Reporter: গতকাল ম্যাচের আগে জাদেজার উইকেট সংখ্যা ছিল ১৯৯। মাইলফলক স্পর্শ করতে দরকার ছিল মাত্র ১ উইকেট। শামিম হোসেনকে আউট করে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ২০০টি উইকেটের মালিক হলেন তিনি।
রবীন্দ্র জাদেজা
রবীন্দ্র জাদেজাছবি - বিসিসিআই-র ট্যুইটার

শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ হারলেও ১ উইকেট নিয়ে অনন্য নজির গড়েছেন রবীন্দ্র জাদেজা। কপিল দেবের পর তিনিই একমাত্র ভারতীয় ক্রিকেটার যাঁর ওয়ান ডে ক্রিকেটে ২০০০-র অধিক রান এবং ২০০টি উইকেট রয়েছে।

গতকাল ম্যাচের আগে জাদেজার উইকেট সংখ্যা ছিল ১৯৯। মাইলফলক স্পর্শ করতে দরকার ছিল মাত্র ১ উইকেট। বাংলাদেশের শামিম হোসেনকে এলবিডব্লিউ করে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ২০০টি উইকেটের মালিক হলেন তিনি। এতদিন একমাত্র ভারতীয় হিসেবে ৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ২০০০-র অধিক রান এবং ২০০টির বেশি উইকেটের মালিক ছিলেন।

কপিল দেব ১৯৮ ইনিংসে করেছিলেন ৩৭৮৩ রান এবং উইকেট নিয়েছিলেন ২৫৩টি। রানের সাথে বিশাল সংখ্যক উইকেটের রেকর্ড অন্য কোনো ভারতীয় ক্রিকেটারের ছিল না। কিন্তু জাদেজা সেই মাইলফলক স্পর্শ করলেন। ১২৩ ইনিংসে জাদেজা করেছেন ২৫৭৮ রান এবং উইকেট নিয়েছেন ২০০টি।

আবার ভারতীয়দের মধ্যে কেবল জাদেজা হলেন সপ্তম ভারতীয় যিনি ২০০টি উইকেটের মালিক হলেন। প্রথমে রয়েছেন অনিল কুম্বলে (৩৩৭), দ্বিতীয় স্থানে জাভাগল শ্রীনাথ (৩১৫), তৃতীয় স্থানে অজিত আগরকর (২৮৮), জাহির খান (২৮২) রয়েছেন চতুর্থ স্থানে, পঞ্চম স্থানে আছেন হরভজন সিং (২৬৯) এবং ষষ্ঠ স্থানে রয়েছেন কপিল দেব (২৫৩)।

উল্লেখ্য, গতকাল এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটের বিনিময়ে ২৬৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ২৫৯ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত। এখন দেখার অষ্টম এশিয়া কাপ রোহিতরা জেতে নাকি নিজেদের সপ্তম এশিয়া কাপ ঘরে তুলবে শ্রীলঙ্কা।

রবীন্দ্র জাদেজা
Cricket World Cup 2023: এশিয়া কাপে চোট, বিশ্বকাপে অনিশ্চিত এই পাক তারকা পেসার
রবীন্দ্র জাদেজা
রাজ্যে অ্যাকাডেমি গড়বে লা লিগা! বিশ্বের অন্যতম সেরা লিগের সাথে মউ স্বাক্ষর বাংলার

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in