ভারতীয় ক্রিকেট দল
ভারতীয় ক্রিকেট দলছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ

ICC Ranking: টি-২০ ফর্ম্যাটে ICC ক্রমতালিকায় শীর্ষে ভারতের তরুণ স্পিনার! দ্বিতীয় স্থানে রশিদ খান

People's Reporter: ৬৯৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে আছেন বিষ্ণোই। ৬৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রশিদ খান। ৬৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা।
Published on

আইসিসি ট-২০ র‍্যাঙ্কিং-এ রশিদ খানকে টপকে শীর্ষ স্থান দখল করলেন ভারতের তরুণ স্পিনার রবি বিষ্ণোই। এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে আছেন আফগান স্পিনার রশিদ।

সম্প্রতি শেষ হওয়া টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছন্দে দেখা গিয়েছিল রবি বিষ্ণোইকে। ৫ ম্যাচে তাঁর সংগ্রহ ৯টি উইকেট। যার সুবাদে আইসিসি ক্রম তালিকায় বোলারদের মধ্যে প্রথমে উঠে এসেছেন তিনি। ৬৯৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে আছেন বিষ্ণোই। রশিদ খানের পয়েন্ট ৬৯২। ৬৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা। সম পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের আদিল রশিদ আছেন চতুর্থ স্থানে। ৬৭৭ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান দখল করেছেন মহীশ থিকশানা। এছড়া ৭ ধাপ উঠে অক্ষর প্যাটেল রয়েছেন ১১তম স্থানে। তাঁর পয়েন্ট ৬৩৮।

টি-২০ ফর্ম্যাটে ব্যাটারদের তালিকায় ৮৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। তাঁর পয়েন্ট সংখ্যা ৭৮৭। ৭৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। চতুর্থ স্থানে আছেন বাবর আজম। তাঁর পয়েন্ট সংখ্যা ৭৩৪ এবং পঞ্চম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার আরেক ব্যাটার রিলে রোসৌভ। তাঁর পয়েন্ট ৭০২। একধাপ নেমে সপ্তম স্থানে রয়েছেন ভারতের রুতুরাজ গায়কোয়াড়। পয়েন্ট ৬৮৮।

এছাড়া দল হিসেবে ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই শীর্ষ স্থান ধরে রেখেছে ভারত। টেস্ট এবং ওয়ানডে ফর্ম্যাটে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। টি-২০ ফর্ম্যাটে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। ওডিআই ব্যাটারদের তালিকায় প্রথমে আছেন শুবমন গিল। তৃতীয় স্থানে আআছেন বিরাট কোহলি। চতুর্থ স্থানে রয়েছেন রোহিত শর্মা।

ভারতীয় ক্রিকেট দল
ISL 2023-24: বদলা নয়, ওড়িশার বিরুদ্ধে ৩ পয়েন্টই পাখির চোখ হুয়ানের
ভারতীয় ক্রিকেট দল
PAK vs NZ: টি-২০ সিরিজে ৫ বছর পর বিদেশের মাটিতে ইতিহাস পাক মহিলা ক্রিকেট দলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in