Ranji Trophy: স্বপ্ন অধরাই মনোজদের, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ভারতসেরা সৌরাষ্ট্রই

ইডেনে প্রথম ইনিংসে জয়দেব উনাদকাট এবং চেতন শাকারিয়ার আগুন ঝরানো বোলিংএর সামনে ১৭৪ রানেই অল আউট হয়ে যায় বাংলা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪০৪ রান করে বাংলাকে কোণঠাসা করে দেয় সৌরাষ্ট্র।
ট্রফি জয়ের পর সৌরাষ্ট্র দল
ট্রফি জয়ের পর সৌরাষ্ট্র দলছবি বিসিসিআই ডোমেস্টিক ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

বাংলার সামনে সুযোগ ছিল দীর্ঘ ৩৩ বছর পরে ফের রঞ্জি ট্রফির খেতাব ঘরে তোলার। তবে সে স্বপ্ন অধরাই থাকলো মনোজদের। ইতিহাসের পুনরাবৃত্তি করলো সৌরাষ্ট্র। ২০১৯-২০ মরশুমের পর আবারো বাংলাকে হারিয়ে ভারত সেরা হলো জয়দেব উনাদকাটরা।

আগাগোড়া দাপট দেখিয়েই রঞ্জি ট্রফি ঘরে তুললো সৌরাষ্ট্র। ইডেনে প্রথম ইনিংসে জয়দেব উনাদকাট এবং চেতন শাকারিয়ার আগুন ঝরানো বোলিংএর সামনে ১৭৪ রানেই অল আউট হয়ে যায় বাংলা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪০৪ রান করে বাংলাকে কোণঠাসা করে দেয় সৌরাষ্ট্র।

দ্বিতীয় ইনিংসে অনুষ্টুপ মজুমদার (৬১) ও মনোজ তিওয়ারি (৬৮) লড়াই শেষ হতেই জয়ের দোরগোড়ায় এসে পৌঁছান উনাদকাটরা। জয়ের জন্য জয়ের জন্য ১২ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা সৌরাষ্ট্র ২.৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৪ রান তুলে ম্যাচ জিতে যায়।

প্রথম ইনিংসে ৪৪ রানের বিনিময়ে ৩টি উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৮৫ রান খরচ করে ৬টি উইকেট দখল করেন জয়দেব উনাদকাট। দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নিয়ে ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট।

টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন অর্পিত বাসবদা। ১০ ম্যাচের ১৫টি ইনিংসে ব্যাট করতে নেমে ৭৫.৫৮ গড়ে ৯০৭ রান সংগ্রহ করেন অর্পিত। তিনি ৩টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।

ট্রফি জয়ের পর সৌরাষ্ট্র দল
তুরস্ক ভূমিকম্পে প্রাণ হারালেন ফুটবলার, দু'সপ্তাহ পর উদ্ধার চেলসির প্রাক্তন তারকার দেহ
ট্রফি জয়ের পর সৌরাষ্ট্র দল
Ben Stokes: ম্যাককুলামকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে বড় রেকর্ড বেন স্টোকসের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in