IPL 2023: কলকাতার বিপক্ষে দুর্দান্ত জয়ের পরেও শাস্তির মুখে পড়লেন রাজস্থানের তারকা ব্যাটার

আইপিএলের আচরণবিধি ধারা ২.২ এর অধীনে লেভেল ওয়ান অপরাধ করেছেন। বাটলারকে তাঁর ম্যাচ ফীর দশ শতাংশ জরিমানা করা হয়েছে।
শাস্তির মুখে জস বাটলার
শাস্তির মুখে জস বাটলারছবি - রাজস্থান রয়্যালসের ফেসবুক পেজ

ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কার্যত ছেলেখেলা করে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। তবে এই দুর্দান্ত জয়ের পরেও শাস্তি পেলেন রাজস্থান রয়্যালসের তারকা খেলোয়াড় জস বাটলার। এই ব্রিটিশ উইকেটকিপার ব্যাটার কলকাতার বিপক্ষে ম্যাচে আইপিএলের আচরণ বিধি লঙ্ঘন করেছেন। যে কারণে তাঁকে ম্যাচ-ফি'র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইপিএলের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "১১ মে কলকাতার ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্স এবং রাজস্থানের মধ্যে ম্যাচ চলাকালীন টুর্নামেন্টের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করেছেন। আইপিএলের আচরণবিধি ধারা ২.২ এর অধীনে লেভেল ওয়ান অপরাধ করেছেন। বাটলারকে তাঁর ম্যাচ ফীর দশ শতাংশ জরিমানা করা হয়েছে। আচরণবিধির লেভেল ওয়ান লঙ্ঘনের জন্য, ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং বাধ্যতামূলক।"

লেভেল ১ অপরাধ সাধারণত ধরা হয় মাঠের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করলে, কটূ কথা বললে বা খারাপ অঙ্গভঙ্গি করলে। এমনকি শুধু মাঠের মধ্যে নয় সাজঘরের ফেরার পথে এই ধরনের নিয়ম ভাঙলেই শাস্তির মুখে পড়তে হয় ক্রিকেটারদের। তাছাড়া ক্রিকেট সরঞ্জাম, পোশাক বা গ্রাউন্ড ফিক্সচারের অপব্যবহার করলেও এই শাস্তির মুখে পড়তে হয়। গতকাল কলকাতার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শূন্য রান করে ফিরে যান বাটলার। এরপরেই বাটলার ক্ষোভ প্রকাশ করেন বলে অনুমান করা হচ্ছে। যদিও শাস্তির কারণ এখনও স্পষ্ট নয়।

গতকালের ম্যাচের কথায় এলে, যুজবেন্দ্র চাহালের ঘূর্ণিতে একবারেই কোণঠাসা হয়ে যায় নাইট রাইডার্স। চাহাল নেন ৪ উইকেট। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে কলকাতা সংগ্রহ করে ১৪৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৩.১ ওভারেই ৯ উইকেটে ম্যাচ জিতে যায় রাজস্থান। মাত্র ১৩ বলে আইপিএলের ইতিহাসের দ্রুততম হাফ-সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল। জসওয়াল অপরাজিত থাকেন ৪৭ বলে ৯৮ রান করে। রাজস্থান অধিনায়ক স্যামসন অপরাজিত থাকেন ২৯ বলে ৪৮ রানে।

শাস্তির মুখে জস বাটলার
Europa League: জুভেন্টাস-সেভিয়া ম্যাচ ড্র, লেভারকুসেনকে হারিয়ে ফাইনালের পথে মরিনহোর রোমা
শাস্তির মুখে জস বাটলার
সফল অস্ত্রোপচার রাহুলের, বিশ্বকাপে খেলতে পারবেন তারকা ব্যাটার?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in