Quinton de Kock: আমি বর্ণবিদ্বেষী নই - নিজের আচরণে ক্ষমা চাইলেন দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডি কক

গত মঙ্গলবার টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ব্ল্যাক লাইভ ম্যাটার-এর সমর্থনে দলের হাঁটু মুড়ে বসার সিদ্ধান্তের প্রতিবাদে তিনি নিজেকে খেলা থেকে সরিয়ে নেন।
দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডি কক
দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডি ককফাইল ছবি দ্য উইকের সৌজন্যে

আমি বর্ণবিদ্বেষী নই। বৃহস্পতিবার একথা জানিয়েছেন কুইন্টন ডি কক। এই ঘোষণার পরেই নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে নিলেন তিনি। গত মঙ্গলবার টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ব্ল্যাক লাইভ ম্যাটার-এর সমর্থনে দক্ষিণ আফ্রিকা দলের হাঁটু মুড়ে বসার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি নিজেকে খেলা থেকে সরিয়ে নিয়েছিলেন।

বৃহস্পতিবার তিনি এক বিবৃতিতে জানিয়েছেন তিনি এক মিশ্র বর্ণের পরিবার থেকে আসা এবং তিনি কাউকে অসম্মান করতে চাননি। তিনি আরও জানিয়েছেন, দেশের হয়ে ক্রিকেট খেলা ছাড়া তিনি আর কিছুই ভালোবাসেন না।

ডিকক জানান, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদের গুরুত্ব আমি বুঝেছি। খেলোয়াড়রা কীভাবে দৃষ্টান্ত তৈরি করতে পারে তাও আমি উপলব্ধি করেছি। যদি আমরা হাঁটু মুড়ে বসলে অন্যদের কাছে বার্তা দেওয়া যায়, অন্যদের জীবনকে সুন্দর করা যায়, তাহলে আমি সব থেকে খুশি হব। আমি কাউকে অসম্মান করতে চাইনি। আমার আচরণের জন্য যে বিতর্ক হয়েছে এবং অনুরাগীরা ক্ষুব্ধ হয়েছেন আমি তার জন্য গভীরভাবে দুঃখিত।

ডিকক আরও জানান, বুধবার রাতে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের সঙ্গে এক আলোচনায় বসার পর তিনি তাঁর ভুল বুঝতে পেরেছেন।

ডিকক বলেন, আমার বোন কৃষ্ণাঙ্গ, আমার সৎমা কৃষ্ণাঙ্গ। ফলে আমার জন্ম থেকেই আমার কাছে ব্ল্যাক লাইভস গুরুত্বপূর্ণ। কোনো আন্তর্জাতিক কর্মসূচির জন্য নয়। দক্ষিণ আফ্রিকা দলের উইকেটকিপার ব্যাটসম্যান আশা প্রকাশ করেছেন আগামী শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ম্যাচে তিনি আবার দক্ষিণ আফ্রিকা দলে জায়গা পাবেন।

দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডি কক
T-20 WC: ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতিবাদে অংশ নিতে আপত্তি, ডি'কককে ছাড়াই মাঠে নামল দঃ আফ্রিকা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in