T-20 WC: ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতিবাদে অংশ নিতে আপত্তি, ডি'কককে ছাড়াই মাঠে নামল দঃ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি'কক হাঁটু ভাঁজ করে বসতে রাজি হননি। কার্যত বিদ্রোহ ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
T-20 WC: ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতিবাদে অংশ নিতে আপত্তি, ডি'কককে ছাড়াই মাঠে নামল দঃ আফ্রিকা
ছবি - সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সরব হয়েছে একাধিক দল। 'ব্ল্যাক লাইভস ম্যাটার্স'-কে সমর্থন জানানোর জন্য হাঁটু ভাঁজ করে বসেছেন ক্রিকেটাররা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফেও এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রোটিয়া বোর্ডের এই প্রস্তাব মেনে নিতে পারেননি কুইন্টন ডিকক। দক্ষিণ আফ্রিকার এই উইকেট কিপার ব্যাটসম্যান হাঁটু ভাঁজ করে বসতে রাজি হননি। কার্যত বিদ্রোহ ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বোর্ডের তরফ থেকে জানানো হয়, ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন ডিকক। বিশ্বকাপে ভারত সহ একাধিক দেশ 'ব্ল্যাক লাইভস ম্যাটার্স'-কে সমর্থন জানানোর জন্য হাঁটু ভাঁজ করে বসে প্রতিবাদ জানাচ্ছে। সোমবার প্রোটিয়া বোর্ডও বিশ্বকাপের বাকি ম্যাচে ক্রিকেটারদের সেই নির্দেশ দেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চেয়ারম্যান লসন নাইডু জানিয়েছেন, "বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে সকলক একসাথে মোকাবিলা করতে হবে। জীবনের প্রতি পদক্ষেপে বৈচিত্র্য থাকবে। তবে এই যুদ্ধে সকলকে একসঙ্গে সামিল হতেই হবে।"

ডিককের সরে দাঁড়ানোয় দক্ষিণ আফ্রিকা শিবিরে যে বড় ধাক্কা এসেছে তা নিশ্চিত। অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, "দল হিসেবে এই খবরটা অনেকটাই পিছিয়ে দিলো। এটা আমাদের কাছে এক বড় ধাক্কা।" ডিকক যে এমনটা করবেন তা কার্যত ভাবতেই পারেননি প্রোটিয়ারা। বাভুমা বলেন," সত্যি বলছি খবরটা যখন জানলাম আমাকে বেশ ধাক্কা দেয়। আমাদের দলকে অনেকটা পিছিয়ে দেয় এই খবর। কুইনির মতো একজন এরকম করেছে বিশ্বাস হচ্ছিলো না। শুধু একজন ব্যাটার হিসেবে নয়, একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে দলের মধ্যে ওর ভূমিকা গুরুত্বপূর্ণ।"

উল্লেখ্য, ডি'কককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গতকাল ৮ উইকেটে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in