Qatar World Cup: প্লে অফের ড্র'তে একই গ্রুপে ইতালি-পর্তুগাল, মূল পর্বে যাওয়ার আগেই সফর শেষ একটি দলের

ইউরোপীয়ন প্লে অফের ড্রয়ে ইউরো জয়ী ইতালি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল পড়েছে একই গ্রুপে। অর্থাৎ মূল পর্বে পৌঁছানোর আগেই কাতার বিশ্বকাপের সফর শেষ করবে একটি দল।
গ্রুপ তালিকা
গ্রুপ তালিকাছবি সংগৃহীত

কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য অনুষ্ঠিত হয়ে গেলো ইউরোপীয়ন প্লে অফের ড্র। এই ড্রয়ের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো ইউরো জয়ী ইতালি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল পড়েছে একই গ্রুপে। অর্থাৎ মূল পর্বে পৌঁছানোর আগেই কাতার বিশ্বকাপের সফর শেষ করবে একটি দল।

সেমিফাইনাল এবং ফাইনাল, এই দুই রাউন্ডের মাধ্যমে মোট ১২ টি প্লে অফ খেলা দল থেকে ৩ টি দল টিকিট পাবে কাতার বিশ্বকাপের। গ্রুপ এ-থেকে সেমিফাইনাল খেলবে স্কটল্যান্ড ও ইউক্রেন এবং ওয়েলস ও অস্ট্রিয়া। সেমিফাইনালে জয় দুই দল মুখোমুখি হবে ফাইনালে। গ্রুপ বি-থেকে রাশিয়া সেমিফাইনাল খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে এবং সুইডেন সেমিফাইনাল খেলবে চেক রিপাবলিকের বিরুদ্ধে। সেমিফাইনালে জয়ী দুই দল বি-গ্রুপের ফাইনালে মাঠে নামবে। গ্রুপ সি-তে রয়েছে বড় চমক। এই গ্রুপে নর্থ ম্যাসিডোনিয়ার বিপক্ষে সেমিফাইনাল খেলবে ইতালি এবং তুরস্কের বিপক্ষে সেমিফাইনাল খেলবে পর্তুগাল। সেমিফাইনালে বিজয়ী দুই দল মুখোমুখি হবে গ্রুপ সি-এর ফাইনালে।

প্লে অফের সেমিফাইনালের ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে মার্চের ২৪ তারিখ এবং তিনটি ফাইনাল অনুষ্ঠিত হবে মার্চের ২৯ তারিখ।

গ্রুপ তালিকা
Fifa World Cup 2022: কাতার বিশ্বকাপ ফুটবলের কাউন্টডাউন শুরু

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in