Luka Modric: কাতার বিশ্বকাপই শেষ! দেশের জার্সিতে আর দেখা যাবে না লুকা মড্রিচকে

ক্রোয়েশিয়ার বহু যুদ্ধের লড়াকু সৈন্যিক লুকা মড্রিচ, দেশের জার্সিকে বিদায় জানালেও রিয়াল মাদ্রিদের হয়ে খেলা চালিয়ে যাবেন। ২০২৩ সাল পর্যন্ত লস ব্ল্যাঙ্কোসদের সাথে চুক্তি রয়েছে তাঁর।
লুকা মড্রিচ
লুকা মড্রিচছবি - লুকা মড্রিচের ট্যুইটার হ্যান্ডেল
Published on

২০১৮ রাশিয়া বিশ্বকাপে তাঁর হাত ধরেই ফুটবলের ময়দানে ইতিহাস রচনা করেছিল ক্রোয়েশিয়া। ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হলেও লুকা মড্রিচ মন জয় করে নিয়েছিলেন ফুটবল বিশ্বের। ফিফা বর্ষসেরা ফুটবলার থেকে ব্যলন'ডি অর, সবকিছুই নিজ দক্ষতায় অর্জন করে নিয়েছিলেন রিয়াল মিডফিল্ডার। এবার সময় এসেছে তাঁর দেশের জার্সিকে বিদায় জানানোর। সদ্য ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রোয়েশিয়ার অধিনায়ক জানিয়েছেন, কাতার বিশ্বকাপে তিনি শেষ বার দেশের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে চলেছেন।

চলতি অক্টোবরেই আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি জানিয়েছিলেন, কাতারে তিনি শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন। এবার লুকা মড্রিচও সেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন। ফিফাকে দেওয়া একটা সাক্ষাৎকারে মড্রিচ জানান, "আমি নিজের বয়স নিয়ে সচেতন। এই বয়সে এসে বুঝতে পেরেছি ক্রোয়েশিয়ার জাতীয় দলে আমার এটাই শেষ প্রতিযোগিতা হতে চলেছে।"

ক্রোয়েশিয়ার বহু যুদ্ধের লড়াকু সৈন্যিক লুকা মড্রিচ, দেশের জার্সিকে বিদায় জানালেও রিয়াল মাদ্রিদের হয়ে খেলা চালিয়ে যাবেন। ২০২৩ সাল পর্যন্ত লস ব্ল্যাঙ্কোসদের সাথে চুক্তি রয়েছে তাঁর। রিয়ালের জার্সিতে শেষ ম্যাচ খেলেই হয়তো ক্লাব ফুটবলে ইতি টানবেন লুকা।

২০০১ সালে ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগ্রেবের হয়ে পেশাদারী ফুটবল শুরু করেন মড্রিচ। সেখান থেকে বর্তমানে তিনি একজন ফুটবল আইকন। রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি বল পাস করার রেকর্ডও রয়েছে তাঁর অধীনে। গোটা বিশ্বের মধ্যে যা তৃতীয় সর্বোচ্চ।

দেশের জার্সিতে সর্বোচ্চ ১৫৪ টি ম্যাচ খেলেছেন মড্রিচ। গোল করেছেন ২৩ টি। কাতার বিশ্বকাপে গ্রুপ-এফ এ রয়েছে ক্রোয়েশিয়া। তাদের প্রথম ম্যাচ রয়েছে ২৩ নভেম্বর। প্রতিপক্ষ মরক্কো। এছাড়া মড্রিচদের গ্রুপে অন্য দুই দল হলো কানাডা এবং বেলজিয়াম।

লুকা মড্রিচ
Neymar: বিশ্বকাপের আগে বিপাকে নেইমার, দুর্নীতির দায়ে জেল হতে পারে ব্রাজিলিয়ান তারকার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in