Neymar: বিশ্বকাপের আগে বিপাকে নেইমার, দুর্নীতির দায়ে জেল হতে পারে ব্রাজিলিয়ান তারকার

চুক্তির সঙ্গে যুক্ত থাকা নেইমারের বাবা-মা, বার্সেলোনার প্রাক্তন দুই সভাপতি স্যান্দ্রো রোসেল ও হোসে মারিয়া বার্তেমিউ এবং বার্সেলোনা ও স্যান্টোসের তৎকালীন কোচকেও দায়ী করা হয়েছে।
নেইমার
নেইমারফাইল ছবি সংগৃহীত

কাতারে বিশ্বকাপ শুরু হতে আর এক মাস আগে। তার আগেই চরম বিপাকে পড়লেন প্যারিস সাঁ জার্মেইনের ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার। ২০১৩ সালে স্যান্টোস থেকে বার্সেলোনায় যাওয়ার সময় যে চুক্তি করা হয়েছিল, সেই চুক্তিতে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে নেইমারের বিরুদ্ধে। অভিযোগ করে ব্রাজিলেরই এক লগ্নিকারী সংস্থা ডিআইএস। সেই মামলাতেই এবার ব্রাজিলিয়ান পোস্টার বয়ের বিচার শুরু হলো বার্সেলোনায়। এই মামলায় দোষী সাব্যস্ত হলে নেইমারের দু'বছরের জেলও হতে পারে।

কর জালিয়াতির এই মামলায় নেইমার একা আসামি নন। চুক্তির সঙ্গে যুক্ত থাকা নেইমারের বাবা-মা, বার্সেলোনার প্রাক্তন দুই সভাপতি স্যান্দ্রো রোসেল ও হোসে মারিয়া বার্তেমিউ এবং বার্সেলোনা ও স্যান্টোসের তৎকালীন কোচকেও দায়ী করা হয়েছে। সোমাবার এই ইস্যুতে স্পেনের আদালতে হাজিরা দেবেন ব্রাজিলিয়ান তারকা।

২০১৩ সালে ব্রাজিলের ক্লাব স্যান্টোস ছেড়ে নেইমার যোগ দেন বার্সেলোনায়। নেইমারকে সেই সময় প্রায় ৪৬০ কোটি টাকা দিয়েছিল বার্সেলোনা। ব্রাজিলের সংস্থার অভিযোগ, সেই ট্রান্সফার ফী নাকি প্রায় ৬৪২ কোটি টাকারও বেশি ছিল। চুক্তিতে অসঙ্গতির অভিযোগ ওঠে। ২০০৯ সালে ১৭ বছরের নেইমার যখন স্যান্টোসের উঠতি তারকা, তখন ২০ লাখ ইউরোর বিনিময়ে নেইমারের স্বত্ব কিনে নেয় ডিআইএস। নেইমারের ইমেজ স্বত্বের ৪০ শতাংশের মালিকানা তাদের। সংস্থার অভিযোগ নেইমারের বাবা তাদের অগ্রাহ্য করেই বার্সার সাথে চুক্তি সাক্ষর করে।

ব্রাজিলের সেই লগ্নিকারী সংস্থা ডিআইএস-এর তরফ থেকে নেইমারের ৫ বছরের জেলের আর্জি জানানো হয়েছে। সেইসঙ্গে প্রায় ১২০৪ কোটি টাকা ক্ষতিপূরণও চাওয়া হয়েছে। বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে নেইমারকে এই ইস্যুতে জড়িয়ে পড়লে ব্রাজিল দলের জন্য যে মোটেও তা সুখকর হবে না, তা বলার অপেক্ষা রাখে না।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in