IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাদ পড়লেন পূজারা, ডাক পেলেন এই তরুণ তারকা

ক্যারিবিয়ান সফরে দুটি টেস্ট এবং তিন ম্যাচের ওডিআই সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। স্কোয়াডে একাধিক পরিবর্তন হয়েছে। লাগাতার টেস্টে ব্যর্থ হওয়া চেতেশ্বর পূজারা সুযোগ পেলেন না।
ভারতীয় দলে ডাক পেলেন যশস্বী জয়সওয়াল
ভারতীয় দলে ডাক পেলেন যশস্বী জয়সওয়ালছবি - যশস্বী জয়সওয়ালের

সিনিয়র দলের হয়ে খেলা যে কেবল সময়ের অপেক্ষা, তা তাঁর আইপিএল পারফর্ম্যান্সেই বোঝা গিয়েছিল। বেশিদিন অপেক্ষা করতে হলো না। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে জায়গা করে নিলেন যশস্বী জয়সওয়াল। সেইসঙ্গে প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন বাংলার হয়ে রঞ্জি খেলা মুকেশ কুমারও।

ক্যারিবিয়ান সফরে দুটি টেস্ট এবং তিন ম্যাচের ওডিআই সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। স্কোয়াডে একাধিক পরিবর্তন হয়েছে। লাগাতার টেস্টে ব্যর্থ হওয়া চেতেশ্বর পূজারা সুযোগ পেলেন না। তাঁর জায়গায় দলে এসেছেন তরুণ যশস্বী। দলে নেই উমেশ যাদব, মহম্মদ শামিও। শামি ও উমেশের পরিবর্তে টেস্ট দলে ডাক পেয়েছেন নভদীপ সাইনি এবং মুকেশ কুমার।

টেস্ট এবং ওডিআই, দুই সিরিজেই নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। টেস্টে রোহিতের ডেপুটি থাকছেন আজিঙ্কে রাহানে। ওয়ান ডে'তে থাকছেন হার্দিক পান্ডিয়া। ওডিআই দলে ডাক পেলেন সঞ্জু স্যামসনও।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় দল - রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, আজিঙ্কে রাহানে (সহ-অধিনায়ক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর পটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকট এবং নভদীপ সাইনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ওডিআই দল - রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার।

ভারতীয় দলে ডাক পেলেন যশস্বী জয়সওয়াল
নির্বাচক কমিটির প্রধানের পদে শেহওয়াগ? জল্পনা ওড়ালেন নিজেই

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in