নির্বাচক কমিটির প্রধানের পদে শেহওয়াগ? জল্পনা ওড়ালেন নিজেই

বিসিসিআই-র তরফ থেকে নির্বাচক পদের জন্য ইতিমধ্যেই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ৩০ জুন পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। এই পদে আবেদনের জন্য শর্তও বেঁধে দিয়েছে বিসিসিআই।
বীরেন্দ্র শেহওয়াগ
বীরেন্দ্র শেহওয়াগছবি - বীরেন্দ্র শেহওয়াগের ফেসবুক পেজ

বিশ্বকাপের আগেই বিসিসিআই পেতে চলেছে নির্বাচক কমিটির নতুন প্রধান। এমনকি শোনা যাচ্ছে, নতুন নির্বাচক নিয়োগের পরই নাকি ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করবে ভারতীয় দল। এই প্রসঙ্গে গত ২৪ ঘন্টায় নির্বাচক কমিটির প্রধানের দায়িত্ব নেওয়ার জন্য একটি নামই শোনা যাচ্ছে। তিনি হলেন বীরেন্দ্র শেহওয়াগ। কিন্তু এবার নিজেই জল্পনায় জল ঢাললেন ভারতের প্রাক্তন ওপেনার। বীরু সাফ জানিয়ে দিয়েছেন, বিসিসিআই-র পক্ষ থেকে সরকারিভাবে এরকম কোনো প্রস্তাব তাঁকে দেওয়া হয়নি।

গত ফেব্রুয়ারি মাসে চাকরি হারান চেতন শর্মা। সেই সময় থেকেই নির্বাচক কমিটির প্রধানের পদ খালি পড়ে আছে। অন্তর্বর্তীকালীন দায়িত্বে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার শিব সুন্দর দাস। চেতন শর্মার চেয়ারে কে বসতে চলেছেন তা নিয়ে বাড়লো আরও জল্পনা।

চেতন শর্মা ছিলেন উত্তরাঞ্চলের প্রতিনিধি। ফলস্বরূপ তাঁর স্থ‌লাভিক্ত যিনি হবেন তাঁকেও ওই অঞ্চলেরই প্রতিনিধি হতে হবে। বৃহস্পতিবার থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে জানা যায়, নির্বাচক প্রধানের পদের জন্য বিসিসিআইয়ের পছন্দ বীরেন্দ্র শেহওয়াগ। কিন্তু শেহওয়াগ এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাঁর কাছে এরকম কোনো প্রস্তাব আসেনি।

বিসিসিআই-র তরফ থেকে নির্বাচক পদের জন্য ইতিমধ্যেই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ৩০ জুন পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। এই পদে আবেদনের জন্য শর্তও বেঁধে দিয়েছে বিসিসিআই। প্রার্থীর অবশ্যই সাতটি টেস্ট ম্যাচ অথবা ৩০টি প্রথম শ্রেণীর ম্যাচ বা ১০টি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা চাই। পাশাপাশি, আবেদনকারীকে অবশ্যই প্রাক্তন ক্রিকেটার হতে হবে এবং অন্তত পাঁচ বছর আগে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এমন প্রার্থীই আবেদন করতে পারবেন।

বীরেন্দ্র শেহওয়াগ
লেজার শো থেকে ডান্স - কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচে একাধিক বিনোদন উপহার আইএফএর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in