Euro Cup: ইউরোর ইতিহাসে নজির জর্জিয়ার, যোগ্যতা অর্জন পোল্যান্ড-ইউক্রেনেরও

People's Reporter: প্রথমার্ধের শেষেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জর্জিয়ার জিয়র্জি লোরিয়াকে। তারপরেও একাধিক সুযোগ নষ্ট করে গ্রীস।
জয়ের পর উচ্ছ্বাস জর্জিয়ার
জয়ের পর উচ্ছ্বাস জর্জিয়ারছবি - উয়েফা ইউরোর ফেসবুক পেজ

ইউরোর ইতিহাসে নজির গড়লো জর্জিয়া। প্রথমবারের মতো গ্রীসকে হারিয়ে ২০২৪ ইউরো কাপের যোগ্যতা অর্জন করলো দেশটি। এছাড়া বাকি দুই দল হিসেবে জার্মানির টিকিট কাটলো পোল্যান্ড এবং ইউক্রেনও।

২০২৪ ইউরো কাপের জন্য ২১টি দেশ আগে থেকেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। বাকি ছিল মাত্র ৩টি দেশ। যোগ্যতা অর্জন পর্বে গ্রীসের মুখোমুখি হয়েছিল জর্জিয়া। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পরে টাইব্রেকারে গিয়ে ৪-২ ব্যবধানে হারতে হয় গ্রীসকে।

প্রথমার্ধের শেষেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জর্জিয়ার জিয়র্জি লোরিয়াকে। তারপরেও একাধিক সুযোগ নষ্ট করে গ্রীস। অবশেষে টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয় তাদের।

অন্যদিকে, লেভনডস্কির দেশ পোল্যান্ড ওয়েলসকে হারিয়ে ইউরোর যোগ্যতা অর্জন করেছে। পেনাল্টি শুট আউটে ৫-৪ ব্যবধানে জয়ী হয়েছে পোল্যান্ড। এছাড়া ২-১ গোলে আইসল্যান্ডকে হারিয়েছে ইউক্রেন।

একনজরে ইউরো ২০২৪-র গ্রুপগুলি -

গ্রুপ এ - জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি এবং সুইজারল্যান্ড।

গ্রুপ বি - স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি এবং আলবানিয়া।

গ্রুপ সি - স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া এবং ইংল্যান্ড।

গ্রুপ ডি - পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া এবং ফ্রান্স।

গ্রুপ ই - বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া এবং ইউক্রেন।

গ্রুপ এফ - তুর্কি, জর্জিয়া, পর্তুগাল এবং চেক প্রজাতন্ত্র।

জয়ের পর উচ্ছ্বাস জর্জিয়ার
FIFA World Cup Qualifier: এগিয়ে থেকেও আফগানিস্তান ম্যাচে হার, স্টিমাচের বিরুদ্ধে 'গো ব্যাক' স্লোগান
জয়ের পর উচ্ছ্বাস জর্জিয়ার
IPL-ISL দ্বন্দ্ব! KKR-র ম্যাচের জন্য পিছিয়ে গেল মোহনবাগানের ম্যাচ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in