IPL-ISL দ্বন্দ্ব! KKR-র ম্যাচের জন্য পিছিয়ে গেল মোহনবাগানের ম্যাচ

People's Reporter: ১৪ এপ্রিল মোহনবাগান ম্যাচ হবে না, কারণ রাস্তায় যানজটের সমস্যা তৈরী হবে বলে জানা যাচ্ছে। তার পরিবর্তে সবুজ মেরুন গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলবে ১৫ এপ্রিল।
IPL-ISL দ্বন্দ্ব! KKR-র ম্যাচের জন্য পিছিয়ে গেল মোহনবাগানের ম্যাচ
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

ফের ক্রিকেট বনাম ফুটবল লড়াইয়ে জিতে গেলো ক্রিকেট। ১৪ এপ্রিল ইডেন গার্ডেন্সে রয়েছে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ। কিন্তু পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ১৪ এপ্রিল যুবভারতীতে মুম্বইয় এফসির বিরুদ্ধে নামার কথা ছিল মোহনবাগানের।

১৪ এপ্রিল মোহনবাগান ম্যাচ হবে না কারণ রাস্তায় যানজটের সমস্যা তৈরী হবে বলে জানা যাচ্ছে। তার পরিবর্তে সবুজ মেরুন গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলবে ১৫ এপ্রিল। অর্থাৎ ১লা বৈশাখের দিন সন্ধ্যা ৭.৩০ মিনিটে। সেদিন আবার ময়দান তথা মোহনবাগান মাঠেও বারপুজোও হয়।

এর আগেও ক্রিকেট ম্যাচ থাকার জন্য ফুটবল ম্যাচের সূচিতে বদল এসেছিল। এবারও সেটা হল। তবে সূচি পরিবর্তনের জন্য আরও একটা কারণ মনে করা হচ্ছে। সেটা হল মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার যেমন সঞ্জীব গোয়েঙ্কা তেমনই লখনউ সুপার জায়ান্টস কর্ণধারও তিনি। ফলে মাঠে যেতে সমস্যা হবেই।

আইপিএলের নতুন সূচিতে কেকেআর ম্যাচ -

দ্বিতীয় সূচিতে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ৮ এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে, চিপকে।

ইডেনে নাইটদের ম্যাচ ১৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। দু"দিন পর ১৭ রাজস্থানের মুখোমুখি হবে নাইটরা।

২১, ২৬ এবং ২৯ এপ্রিল ইডেনে কেকেআরের ম্যাচ যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।

পরের দুটো অ্যাওয়ে ম্যাচ ৩ এবং ৫ মে মুম্বই ও লখনউয়ের বিরুদ্ধে।

১১ মে ইডেনে নাইটদের শেষ ম্যাচ। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।

১৩ এবং ১৯ মে কেকেআরের প্রতিপক্ষ গুজরাট এবং রাজস্থান। দুটোই অ্যাওয়ে ম্যাচ।

IPL-ISL দ্বন্দ্ব! KKR-র ম্যাচের জন্য পিছিয়ে গেল মোহনবাগানের ম্যাচ
Sunil Chhetri: আফগানিস্তানের বিরুদ্ধে ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ সুনীলের, সংবর্ধনা দেবে ফেডারেশন
IPL-ISL দ্বন্দ্ব! KKR-র ম্যাচের জন্য পিছিয়ে গেল মোহনবাগানের ম্যাচ
CFL: ২৫ জুন শুরু কলকাতা লিগ, ঝুলেই রইলো ভূমিপুত্র খেলানোর বিষয়

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in