

এবছর কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা শুরু হবে ২৫ জুন। বৃহস্পতিবার আইএফএ অফিসে প্রিমিয়ার ডিভিশন লিগে অংশ নেওয়া ক্লাবগুলোর প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন আলোচনা হয়।
এদিনের আলোচনায় আইএফএ বাংলা ফুটবলের স্থানীয় প্রতিভাদের উন্নতির লক্ষ্যে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ গুলোতে প্রথম একাদশে সাত জন ভূমিপুত্র ও চারজন ভিন রাজ্যের খেলোয়াড় খেলানোর নিয়ম চালু করার প্রস্তাব দেয়। অধিকাংশ ক্লাবই সচিবের এই প্রস্তাবকে স্বাগত জানায়। কিছু ক্লাব এই প্রস্তাবের বিপক্ষে মতামত দেয়। এ ছাড়াও আরও কিছু বিষয়ে আলোচনা হয়েছে। সচিব জানান খুব শীঘ্রই আবার ক্লাবগুলির সাথে বসে বিষয়গুলো চূড়ান্ত করা হবে।
প্রসঙ্গত, গত বছর প্রথম একাদশে সাতজন ভূমিপুত্র খেলানোর প্রস্তাব দেওয়া হয়। কিন্তু অধিকাংশ ক্লাব দল গড়ে ফেলায় ঠিক হয়, আগামী মরশুম থেকে এই নিয়ম চালু হবে। সেই অনুযায়ী আসন্ন মরশুম থেকে ভূমিপুত্র খেলানোর নিয়ম চালু করতে চায় আইএফএ।
সভায় ক্লাব প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ সভাপতি সৌরভ পাল, সহ সচিব সুফল রঞ্জন গিরি, রাকেশ ঝাঁ, নজরুল ইসলাম সহ বিশিষ্ট জনরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন