Vinesh Phogat: 'নারী শক্তি'কে ঢাল করে যে কোনও ইস্যু চাপা দিতে পারেন মোদী - বিস্ফোরক ভিনেশ ফোগট

People's Reporter: সম্প্রতি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ব্রিজভূষণকে পুনরায় ভারতীয় কুস্তির নিয়ন্ত্রক হিসেবে ফেরানোর পরিকল্পনা নিয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েছেন সাক্ষী মালিক, ভীনেশ ফোগতরা।
ভিনেশ ফোগট এবং সাক্ষী মালিক
ভিনেশ ফোগট এবং সাক্ষী মালিকফাইল ছবি
Published on

লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্বস্তি বাড়ালেন কুস্তিগীররা। মোদীকে 'স্পিন মাস্টার' বলে কটাক্ষ করেছেন ভিনেশ ফোগট। পাশাপাশি ব্রিজভূষণ শরণ সিং-কে ভারতীয় কুস্তি থেকে চিরতরে বিতারিত করার জন্য ফের সরব হয়েছেন সাক্ষী মালিকরা।

মহিলা কুস্তিগীরদের ওপর ভারতীয় কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজভূষণের অত্যাচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানাচ্ছেন ভারতের মহিলা কুস্তিগীররা। যার জেরে কুস্তি ফেডারেশনের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিজেপি সাংসদ ব্রিজভূষণকে। সম্প্রতি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ব্রিজভূষণকে পুনরায় ভারতীয় কুস্তির নিয়ন্ত্রক হিসেবে ফেরানোর পরিকল্পনা নিয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েছেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগটরা। সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন ভিনেশ।

ভিনেশ ফোগট নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 'প্রধানমন্ত্রী একজন স্পিন মাস্টার। তিনি জানেন কীভাবে তাঁর প্রতিপক্ষকে শুধুমাত্র 'নারী শক্তি'র নাম নিয়ে চুপ করিয়ে দিতে। এমনকি পুরো ইস্যুটাকে বদলে দিতেও তিনি পারেন। তাহলে আসল নারী শক্তির কথা জানুন। যে ব্যক্তি মহিলা কুস্তিগীরদের ওপর অত্যাচার করলো, শোষণ করলো, সেই ব্রিজ ভূষণ ফের কুস্তির দখল নিয়েছে।

তিনি আরও লেখেন, "আশাকরি আপনারা (কেন্দ্রীয় সরকার) নারীদের শুধু ঢাল হিসেবে ব্যবহার করবেন না। দেশের ক্রীড়া প্রতিষ্ঠান থেকে এমন অত্যাচারীদের উৎখাত করার জন্য কিছু করবেন।"

ক্ষোভ উগরে দিয়েছেন আরেক কুস্তিগীর সাক্ষী মালিকও। তিনি জানান, "ইতিহাস সাক্ষী আছে এই দেশের প্রভাবশালী ব্যক্তিরা নারীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। ভারতীয় কুস্তি ফেডারেশন এমন আচরণ করছে যেন মনে হচ্ছে তারা আইনের ঊর্ধ্বে। ধনী, দুষ্কৃতীরা মনে হচ্ছে এতোটাই ক্ষমতাশালী যে সরকার ও সংবিধানও কিছুই করতে পারছে না তাদের।"

ভিনেশ ফোগট এবং সাক্ষী মালিক
Lionel Messi: আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ থেকে ছিটকে গেলেন লিও মেসি! হতাশ সমর্থকরা
ভিনেশ ফোগট এবং সাক্ষী মালিক
IPL 2024: 'কেকেআর আমাকে সফল করেছে' - নাইটদের জার্সি উন্মোচনে বললেন গম্ভীর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in