IPL 2024: 'কেকেআর আমাকে সফল করেছে' - নাইটদের জার্সি উন্মোচনে বললেন গম্ভীর
সোমবার রাতে কলকাতার একটি পাঁচতারা হোটেলে কলকাতা নাইট রাইডার্সের নতুন জার্সি এবং অ্যাপ উন্মোচিত হয়েছে। হাজির ছিল গোটা কেকেআর দল। ছিলেন গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিত সহ বাকি কোচিং স্টাফরাও। উপস্থিত ছিলেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর।
কেকেআর নিয়ে আবেগপ্রবণ দলের মেন্টর তথা দলকে ২ বার আইপিএল ট্রফি দেওয়া অধিনায়ক গৌতম গম্ভীর। গম্ভীর বলেন, 'আমার কাছে কেকেআর শুধু পার্পল আর গোল্ড কিংবা জার্সিতে থাকা দুটো তারা নয়। কেকেআরকে আমি সাফল্য দিইনি। বরং আমাকে সফল অধিনায়ক করেছে কেকেআর। কেকেআর-কে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত'।
তিনি আরও বলেন, 'এবার যখন এই দলে আসি মনে হল নিজের ঘরে ফিরছি। প্রথমবারের মতো এবারেও শাহরুখ খান বলেছেন, এটা তোমার ফ্র্যাঞ্চাইজি, তোমার দল। নিজের মত তৈরি করো। এবার শাহরুখকে কথা দিয়েছি কেকেআর যেখানে রয়েছে, তার চেয়ে ভালো জায়গায় নিয়ে যাব।'
এছাড়া দলের সিনিয়র ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ স্পিনার সুনীল নারিনের প্রশংসা করে গম্ভীর জানান, 'যদি ত্যাগের কথা বলতে হয় একটা লাজুক ছেলের কথাই মাথায় আসে। এই কেকেআর জার্সিতে কত কিছু সয়েছে। বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ, নির্বাসনের পরেও প্রতি বছর খেলতে এসেছে এবং বছরের পর বছর পারফর্ম করে চলেছে। আইপিএলের অন্যতম সেরা বোলার হয়ে উঠতে দেখেছি ওকে। কেকেআর-কে অনেক কিছু দিয়েছে। দলও ওর প্রতি ভরসা রেখেছে।'
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

