IND vs AUS: তৃতীয় টেস্টের আগে ফের ধাক্কা অজি শিবিরে, খেলতে পারবেন না এই তারকা

তৃতীয় টেস্টের আগেই তাঁর ফেরার কথা ছিল। কিন্তু তারকা পেসার নিশ্চিত করে দিয়েছেন মায়ের অসুস্থতার কারণে তিনি তৃতীয় টেস্ট খেলতে পারবেন না। কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে পারেন স্টিভ স্মিথ।
খেলবেন না প্যাট কামিন্স
খেলবেন না প্যাট কামিন্সছবি ICC-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

এমনিতেই প্রথম দুই টেস্টে হেরে কোণঠাসা অস্ট্রেলিয়া। এবার তৃতীয় টেস্টের আগে এলো আরও এক বড় ধাক্কা। ১ মার্চ থেকে শুরু হতে চলা ইন্দোর টেস্টে খেলবেন না অজি অধিনায়ক প্যাট কামিন্স। দিল্লি টেস্টের পরেই মায়ের অসুস্থতার কারণে সিডনি উড়ে গিয়েছিলেন কামিন্স। তৃতীয় টেস্টের আগেই তাঁর ফেরার কথা ছিল। কিন্তু তারকা পেসার নিশ্চিত করে দিয়েছেন মায়ের অসুস্থতার কারণে তিনি তৃতীয় টেস্ট খেলতে পারবেন না। কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পারেন স্টিভ স্মিথ।

কামিন্স বলেন, "আমি এই মুহুর্তে ভারতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি যে এই সময় পরিবারের সাথে এখানে থাকাই সবচেয়ে ভালো। আমি ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আমার সতীর্থদের কাছ থেকে অনেক সমর্থন পেয়েছি। আমার সমস্যা বোঝার জন্য তাদের অনেক ধন্যবাদ।"

নাগপুরে এবং দিল্লিতে হারের পর ইন্দোরে প্রথম জয়ের আশায় নামবে অস্ট্রেলিয়া। তবে তৃতীয় টেস্টে অজি একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা রয়েছে। চোটে জর্জরিত অস্ট্রেলিয়া শিবির। ছিটকে গিয়েছেন জস হেজেলউড। হাতে চোট পেয়ে দেশে ফিরেছেন ডেভিড ওয়ার্নারও। শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া চলে গিয়েছেন অ্যাস্টন অ্যাগার। চোটের কারণে সিরিজের শুরু থেকে পাওয়া যায়নি স্টার্ক, ক্যামেরান গ্রিনদের।

ইন্দোরে কামিন্স না থাকলেও চোট সারিয়ে দলে ফিরেছেন মিচেল স্টার্ক এবং ক্যামেরন গ্রিন। যার ফলে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে অজি শিবির। ১ লা মার্চ থেকে শুরু হবে তৃতীয় টেস্ট। বর্ডার-গাভাসকার সিরিজ অস্ট্রেলিয়ার পক্ষে জেতা সম্ভব নয়। শেষ দু’টি টেস্ট জিতলেও সিরিজ জেতা সম্ভব নয় স্মিথদের পক্ষে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে প্রবেশ করার জন্য ইন্দোর টেস্টে জয়ের জন্য ঝাঁপাবে দুই দলই।

খেলবেন না প্যাট কামিন্স
Europa League: ফ্রেড-অ্যান্টনির দাপটে বার্সাকে হারিয়ে ইউরোপা লীগের শেষ ষোলোতে ম্যান ইউ
খেলবেন না প্যাট কামিন্স
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in