Europa League: ফ্রেড-অ্যান্টনির দাপটে বার্সাকে হারিয়ে ইউরোপা লীগের শেষ ষোলোতে ম্যান ইউ

দুই লেগ মিলিয়ে ৪-৩ এগ্রিগেটে এগিয়ে থেকে পরের রাউন্ডে রেড ডেভিলরা। সেইসঙ্গে এবারের ইউরোপা লীগে ফেভারিটের তকমাও পেয়ে গেলেন এরিক টেন হ্যাগের দল।
অ্যান্টনি ও ফ্রেড
অ্যান্টনি ও ফ্রেডছবি - ম্যানচেস্টার ইউনাইটেডের ট্যুইটার হ্যান্ডেল

ওল্ড ট্রাফোর্ডে দুই ব্রাজিলিয়ান তারকার দাপটে উড়ে গেল বার্সেলোনা। ফ্রেড-অ্যান্টনির গোলে উয়েফা ইউরোপা লীগের শেষ ষোলোতে পা রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে ৪-৩ এগ্রিগেটে এগিয়ে থেকে পরের রাউন্ডে রেড ডেভিলরা। সেইসঙ্গে এবারের ইউরোপা লীগে ফেভারিটের তকমাও পেয়ে গেলেন এরিক টেন হ্যাগের দল।

প্রথম লেগে ক্যাম্প ন্যূ'তে ২-২ গোলে ড্র করে ফিরেছিল ম্যান ইউ। প্রথম লেগের মতোই আরেকটি ফাইনালসুলভ লড়াই উপহার দিয়েছে ওল্ড ট্রাফোর্ড। ইনজুরি ও নিষেধাজ্ঞার জন্য পেদ্রি, গাভি, ডেম্বেলেকে ছাড়া খেলতে নামা বার্সার জন্য এই ম্যাচ কঠিনই হওয়ার ছিল। তবে ম্যাচের প্রথমার্ধে রবার্ট লেভনডস্কির করা গোলে লিড পেয়ে নিজেদের মানিয়ে নিয়েছিল কাতালান জায়ান্টরা।

১-০ গোলে প্রথমার্ধ শেষ হওয়ার পর বিরতিতে দলে পরিবর্তন আনেন এরিক টেন হ্যাগ। ডাচ স্ট্রাইকার ভট ভেগহর্স্টের বদলি হিসেবে নামেন রাইট উইঙ্গার অ্যান্টনি। অ্যান্টনি নামার সঙ্গে সঙ্গেই সমতা ফিরে পায় স্বাগতিকরা। ৪৭ মিনিটের মাথায় ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো বল বক্সের সামনে পান ফ্রেড। সেই বল জালে জড়িয়ে ইউনাইটেডকে সমতা এনে দেন ব্রাজিলিয়ান তারকা।

ম্যান ইউর হয়ে জয়সূচক গোলটি করেন আর এক ব্রাজিলিয়ান। ৭৩ মিনিটের মাথায় বক্সের বাঁ কোণ থেকে গারাঞ্চোর নেওয়া শট বার্সা ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলে বল পান ফ্রেড। তার শটও ফিরে আসে ডিফেন্ডারের গায়ে লেগে। এবার বল যায় বক্সের ডান কোণে। বল না থামিয়েই রিয়ার পোস্টে শট নেন অ্যান্টনি। সেই শটেই হয় বাজিমাৎ।

অ্যান্টনি ও ফ্রেড
TATA IPL 2023: হায়দরাবাদের নতুন অধিনায়ক! অরেঞ্জ আর্মির নেতৃত্বে প্রোটিয়া তারকা এইডেন মার্করাম

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in