Pat Cummins: অস্ট্রেলিয়ার ১৪৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো পেসার টেস্ট দলের অধিনায়ক হলেন

সম্প্রতি, সেক্সচ্যাট কান্ডের জেরেই অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন টিম পেইন। মানসিক স্বাস্থ্যের কারণে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতিও নিয়েছেন তিনি।
প্যাট কামিন্স
প্যাট কামিন্সফাইল চিত্র - সংগৃহীত
Published on

অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব হাতে নিয়েই ইতিহাস রচনা করলেন প্যাট কামিন্স। অজিদের টেস্ট ক্রিকেটের দীর্ঘ ১৪৪ বছরের ইতিহাসে প্রথম স্থায়ী অধিনায়ক হিসেবে টেস্ট দলের অধিনায়কত্ব পেলেন কোনো পেসার। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে পুরুষদের ক্রিকেটে তাদের ৪৭ তম টেস্ট অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের নাম ঘোষণা করা হয়েছে।

সেক্সচ্যাট কান্ডের জেরেই অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন টিম পেইন। আবার মানসিক স্বাস্থ্যের কারণে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতিও নিয়েছেন তিনি। পেইনের দায়িত্ব ছাড়ার পর অজি দলের অধিনায়ক কে হবেন তা নিয়ে চলছিলো জল্পনা। পাঁচ সদস্যের একটি প্যানেল নতুন টেস্ট অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়। দৌড়ে ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথও। তবে বর্তমানে বিশ্বের এক নম্বর বোলার কামিন্সের হাতেই তুলে দেওয়া হয়েছে গুরু দায়িত্ব।

অস্ট্রেলিয়া প্রথমবার টেস্ট ক্রিকেটে মাঠে নামে ১৮৭৬-৭৭ মরশুমে। সেই থেকে ১৪৪ বছরে এই প্রথমবার কোনও দ্রুত গতির বোলার অস্ট্রেলিয়ার পূর্ণ সময়ের জন্য লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৯৫৬ সালে মুম্বই টেস্টে চোটের কারণে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক ইয়ন জনসন এবং সহ অধিনায়ক কেথ মিলার। ওই টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন রে লিন্ডওয়েল। তবে তিনি কেবল ওই টেস্টের জন্যই অধিনায়কত্বের ভার সামলেছিলেন।

উল্লেখ্য, ১৯৫৮ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কত্ব সামলেছেন কিংবদন্তী রিচি বেনো। এই স্পিনারের পর আবারও কোনো বোলারের হাতে উঠলো অস্ট্রেলিয়ার পূর্ণ সময়ের টেস্ট অধিনায়কের ব্যাটন।

প্যাট কামিন্স
Tim Paine: সেক্সচ্যাট কান্ডে মানসিকভাবে বিধ্বস্ত, অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নিলেন পেইন

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in