Pat Cummins: প্রথম পেসার হিসেবে অস্ট্রেলিয়ার ODI দলের নেতৃত্বে প্যাট কামিন্স

অস্ট্রেলিয়ায় প্রাক্তন সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার অধিনায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও তাঁর হাতে ব্যাটন উঠছে না। কারণ এখনও তার উপর থেকে অধিনায়কত্বের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি।
প্যাট কামিন্স
প্যাট কামিন্সফাইল ছবি
Published on

টেস্টের পর এবার অস্ট্রেলিয়ার ওডিআই ক্রিকেটের নেতৃত্ব পেলেন প্যাট কামিন্স। গত মাসে অস্ট্রেলিয়ার একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়েছেন অ্যারন ফিঞ্চ। এরপর অজিদের নতুন নেতার অপেক্ষায় দিন গুনছিল ক্রিকেট বিশ্ব। অবশেষে এসে গেলো অফিসিয়াল ঘটনা। শেন ওয়ার্নের পর দ্বিতীয় বোলার এবং প্রথম পেসার হিসেবে অস্ট্রেলিয়ার ওডিআই দলের নেতা হলেন কামিন্স।

অস্ট্রেলিয়ায় প্রাক্তন সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার অধিনায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও তাঁর হাতে ব্যাটন উঠছে না। কারণ এখনও তার উপর থেকে অধিনায়কত্বের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। অজিদের ২৭তম ওডিআই অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন পূর্ব অধিনায়ক স্টিভ স্মিথ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েলও। তবে টেস্ট ক্রিকেটে কামিন্সের সফলতার জন্য ওডিআই ফর্ম্যাটেও নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। আগামী বছর ওডিআই বিশ্বকাপে কামিন্সই নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়াকে।

এদিন কামিন্সকে অধিনায়ক করা নিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তথা চিফ সিলেক্টর জর্জ বেইলি বলেন, "টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর থেকে প্যাট অসাধারণ কাজ করেছে ৷ তাই ২০২৩ সালে ভারতে আয়োজিত বিশ্বকাপে নেতৃত্বের জন্য আমরা ওকেই বেছে নিয়েছি ৷"

ওয়ানডে দলের দায়িত্ব পেয়ে কামিন্স বলেন, "ফিঞ্চের অধীনে খেলা সব সময় উপভোগ করেছি এবং তার নেতৃত্বগুণ থেকে অনেক কিছু শিখেছি। ওয়ানডে দলটা অভিজ্ঞতায় ভরপুর হওয়ায় আমরা খুবই ভাগ্যবান।"

সাম্প্রতিক কালে ওডিআই ফর্ম্যাটে ব্যাট হাতে একদমই ছন্দে ছিলেন না অ্যারন ফিঞ্চ। যে কারণে তিনি অধিনায়কত্বের দায়ভার ছাড়েন। ফিঞ্চ বলেছিলেন, "একজন নতুন অধিনায়ককে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ও জেতার সম্ভাব্য সেরা সুযোগ তৈরি করে দেওয়ার সময় এখন।" তাই ক্রিকেট অস্ট্রেলিয়া আসন্ন ওডিআই বিশ্বকাপের আগে কামিন্সকে বেছে নিলেন নেতা হিসেবে। আগামী নভেম্বরে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে আতিথ্য দেবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ থেকেই দায়িত্ব পালন শুরু করবেন কামিন্স।

প্যাট কামিন্স
প্রত্যাশামতোই Ballon d’Or 2022 খেতাব রিয়াল মাদ্রিদের ফরাসী স্ট্রাইকার করিম বেনজেমার
প্যাট কামিন্স
TMC বিধায়ক অদিতি মুন্সীর স্বামীকে তলব CBI-র, CGO কমপ্লেক্সে হাজিরা দেবরাজ চক্রবর্তীর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in