প্যারিস অলিম্পিক্সে অঘটন। মহিলা কুস্তির ফাইনাল থেকে ছিটকে গেলেন ভারতীয় কুস্তীগির ভীনেশ ফোগাট। ওভার ওয়েটের কারণে ৫০ কেজি বিভাগের ফাইনালে তাঁকে ডিসকোয়ালিফাই করা হয়েছে। ফলে কোনও পদকই জিততে পারবেন না তিনি।
ফ্রান্সের মাটিতে স্বপ্নভঙ্গ ভারতের মহিলা কুস্তিগীর ভীনেশ ফোগাটের। দেশের হয়ে সোনা জেতা হল না তাঁর। একের পর এক নজির গড়ে অভিযান শুরু করেছিলেন তিনি। বুধবার ফাইনালে তিনি মুখোমুখি হতেন আমেরিকান প্রতিপক্ষের। কিন্তু জানা যাচ্ছে ওজন করতে গিয়ে ১০০ গ্রাম ওজন বেশি হয় ভীনেশের। তাই ডিসকোয়ালিফাই ঘোষণা করা হয়েছে তাঁকে।
প্রসঙ্গত, মঙ্গলবার কুস্তির প্রি-কোয়ার্টার ফাইনালে জাপানি প্রতিপক্ষকে হারিয়ে নজির গড়েছিলেন ভীনেশ। জাপানের ইউই সুসাকি টানা ৮২টি আন্তর্জাতিক ম্যাচ অপরাজিত ছিলেন। কিন্তু সেই ম্যাচের মধ্যে কোনওটিতেই ভীনেশের মুখোমুখি হননি। গতকাল সেই ভীনেশই ৩-২ ব্যবধানে হারান গত অলিম্পিকের সোনাজয়ী কুস্তিগীরকে।
প্রি-কোয়ার্টার ফাইনালের পর কোয়ার্টার ফাইনালেও নজরকাড়া পারফর্ম করেন ভারতীয় কুস্তিগীর। কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের ওকসানার ৭-৫ ব্যবধানে ম্যাচ জিতে নেন ভীনেশ। সেমিফাইনালে কিউবার প্রতিপক্ষকে ৫-০ ব্যবধানে হারিয়ে পদক নিশ্চিত করেছিলেন ভীনেশ।
গত ২টি অলিম্পিকে তিনি পদক জিততে পারেননি। ২০১৬ রিও অলিম্পিকে ৪৮ কেজি বিভাগে এবং ২০২০ টোকিও অলিম্পিকে ৫৩ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন ভীনেশ। চলতি অলিম্পিকে ৫০ কেজি বিভাগে অংশ নেন ভীনেশ। ফাইনালে ওঠায় সকলেই সোনার পদকের আশায় ছিলেন। কিন্তু তা বাস্তবে পরিণত হল না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন