

প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলের (মিক্সড) পর পুরুষদের সিঙ্গেল ১০ মিটার এয়ার পিস্তলেও ব্যর্থ হল ভারত। নবম স্থানে শেষ করলেন সরবজোৎ সিং এবং ১৮ নম্বরে শেষ করলেন অর্জুন সিং চীমা।
১০ মিটার এয়ার পিস্তল পুরুষ ইভেন্টে অংশ নিয়েছিলেন ভারতের সরবজোৎ সিং এবং অর্জুন সিং চীমা। সমস্ত রাউন্ড শেষে সরবজোৎ সিং সংগ্রহ করেন ৫৭৭ পয়েন্ট। এই ইভেন্টে প্রথম ৮ জন যোগ্যতা অর্জন করতে পারে চূড়ান্ত পর্যায়ের জন্য। জার্মানির ওয়াল্টারের সাথে একই পয়েন্টে শেষ করেন সরবজোত। কিন্তু একম কেন্দ্রবিন্দু (X) -তে বেশি মারার জন্য যোগ্যতা অর্জন করেন ওয়াল্টার। চতুর্থ সিরিজে ১০০ পয়েন্ট সংগ্রহ করেছিলেন ভারতীয় শ্যুটার।
যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়ে সরবজোৎ সিং বলেন, "সত্যিই খুব খারাপ লাগছে। অনেক কিছুই ঠিক ঠাক হয়নি। আমার পদ্ধতিতে কিছু ত্রুটি রয়েছে। সেগুলো ভারতের ফিরে ঠিক করতে হবে। এটা আমার প্রথম অলিম্পিক। তাই অভিজ্ঞতা ভালো হল। কিন্তু জিততে পারলে বেশি খুশি হতাম। এখন মিক্সড ইভেন্ট রয়েছে বাকি। সেটার দিকেই মনোযোগ দেব"।
অন্যদিকে, প্রথম থেকে ভালো শুরু করেছিলেন শ্যুটার অর্জুন। কিন্তু প্রতিযোগিতা শেষে ১৮ নম্বরে শেষ করেন অর্জুন। তিনি মোট ৫৭৪ পয়েন্ট সংগ্রহ করেন।
মহিলাদের এয়ার পিস্তল ইভেন্টে অংশ নিয়েছেন ভারতের আর সাঙ্গওয়ান এবং এম ভাকের। মহিলারা বাজিমাত করতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন