Argentina: আর্জেন্টিনার জার্সি পরে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা! প্যারাগুয়েতে কেন এই নিয়ম?

People's Reporter: আগামী ১৫ নভেম্বর বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। প্যারাগুয়ের ঘরের মাঠে খেলতে হবে আর্জেন্টিনাকে।
লিওনেল মেসি
লিওনেল মেসিছবি - ফিফা ওয়ার্ল্ড কাপের এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

আগামী ১৫ নভেম্বর বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। তার আগে মেসির জার্সির উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করেছে প্যারাগুয়ে। এমন নিয়মের কারণ জানলে আপনিও অবাক হবেন।

প্যারাগুয়ের ঘরের মাঠে খেলতে হবে আর্জেন্টিনাকে। আর সেই ম্যাচে নাকি আর্জেন্টিনার সমর্থকরা প্রিয় দলের জার্সি পরে প্রবেশ করতে পারবেন না। প্যারাগুয়ে ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়, স্টেডিয়ামে প্যারাগুয়ে এবং নিরপেক্ষ দলের জার্সি পরে ঢুকতে হবে দর্শকদের। সাধারণ পোশাকে কোনও নিষেধাজ্ঞা থাকার তো কথাই নেই। বিপক্ষ দলের কোনও জার্সি পরেই স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না।

তারা আরও জানায়, এই পদক্ষেপ নেওয়া হয়েছে ঘরের দলকে বিশেষ সাহায্য করার জন্য। হোম ম্যাচের যাতে অ্যাডভান্টেজ নেওয়া যায় সেই কারণেই বিপক্ষ দলের জার্সির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আমরা কোনও ফুটবলারকে ছোটো করতে চাই না। আমরা ফুটবলকে ভালোবাসি ও সম্মান করি। এই পদক্ষেপের অর্থ কাউকে ছোটো করা নয়।

জানা যাচ্ছে শুধু আর্জেন্টিনার নীল-সাদা জার্সিই নয় মেসির পুরনো ক্লাব বার্সেলোনা এবং বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির জার্সি পরেও নাকি সমর্থকরা প্রবেশ করতে পারবেন না। তবে এটাই প্রথম নয়, গত সেপ্টেম্বর মাসে ব্রাজিল ম্যাচেও একই পদক্ষেপ নিয়েছিল প্যারাগুয়ে। চিলি ও কলোম্বিয়া ম্যাচেও জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

উল্লেখ্য, বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যার মধ্যে ৭টি জয় ২টি হার ও ১টি ম্যাচ ড্র করেছে মেসির দল। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানেই রয়েছে আর্জেন্টিনা। সমসংখ্যক ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কলোম্বিয়া। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উরুগুয়ে। ১৬ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে ব্রাজিল। ইকুয়েডর রয়েছে পঞ্চম স্থানে। তাদের পয়েন্ট ১৩। একই পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে প্যরাগুয়ে। ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বলিভিয়া। ১১ পয়েন্ট সংগ্রহ করে অষ্টম স্থানে ভেনেজুয়েলা, ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে পেরু এবং ৫ পয়েন্ট নিয়ে দশম স্থানে চিলি।

লিওনেল মেসি
Mohammad Shami: এসে গেলো NCA-র সবুজ সংকেত, ফের ২২ গজে ফিরছেন মহম্মদ শামি!
লিওনেল মেসি
IPL 2025: সর্বাধিক টাকা নিয়ে আইপিএল-র নিলামে ঝাঁপাবে পাঞ্জাব! বাকিদের ঝুলিতে কত? দেখুন একনজরে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in