IPL 2025: সর্বাধিক টাকা নিয়ে আইপিএল-র নিলামে ঝাঁপাবে পাঞ্জাব! বাকিদের ঝুলিতে কত? দেখুন একনজরে

People's Reporter: প্লেয়ার রিটেনশনে পাঞ্জাব কিংসের খরচ হয়েছে মাত্র ৯.৫ কোটি টাকা। যার ফলে নিলামে ১১০.৫ কোটি নিয়ে ঝাঁপাবে তারা। মোট ২৩টি স্থান ফাঁকা রয়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - IPL-র এক্স হ্যান্ডেল
Published on

আগামী ২৪ ও ২৫ নভেম্বর টাটা আইপিএল ২০২৫-র মেগা নিলাম। দলবদল হবে দেশ বিদেশের বহু তারকার। তবে এবারের নিলামে সর্বাধিক পুঁজি নিয়ে নামছে পাঞ্জাব কিংস।

সৌদি আরবের জেড্ডায় নিলাম অনুষ্ঠিত হবে। সেই নিলামে অংশ নেবে আইপিএল-র ১০ ফ্র্যাঞ্চাইজি। ১১০.৫ কোটি টাকার ঝুলি নিয়ে নিলামে অংশ নেবে পাঞ্জাব কিংস। অর্থের নিরিখে এই ফ্র্যাঞ্চাইজির ধারে কাছে আরসিবি ছাড়া আর কেউ নেই বলাই যায়। একনজরে দেখে নেওয়া যাক কোন ফ্র্যাঞ্চাইজির কাছে কত টাকা রয়েছে?

পাঞ্জাব কিংস

প্লেয়ার রিটেনশনে পাঞ্জাব কিংসের খরচ হয়েছে ৯.৫ কোটি টাকা। যার ফলে নিলামে ১১০.৫ কোটি নিয়ে ঝাঁপাবে তারা। মোট ২৩টি স্থান ফাঁকা রয়েছে তাদের। যার মধ্যে ৮টি স্থান রয়েছে বিদেশীদের জন্য।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

এই ফ্র্যাঞ্চাইজির হাতে রয়েছে ৮৩ কোটি টাকা। রিটেনশনে খরচ হয়েছে ৩৭ কোটি টাকা। মোট ২২ জন প্লেয়ারকে দলে নেওয়া যাবে। ৮ বিদেশী ক্রিকেটার নিতে পারবে আরসিবি।

দিল্লি ক্যাপিটালস

এই ফ্র্যাঞ্চাইজি ৭৩ কোটি টাকা নিয়ে নিলামে অংশগ্রহণ করবে। রিটেনশনে খরচ করেছে ৪৭ কোটি টাকা। মোট ২১ জন প্লেয়ারকে দলে নেওয়া যাবে। ৭ বিদেশী ক্রিকেটার নিতে পারবে তারা।

গুজরাট টাইটান্স

এই ফ্র্যাঞ্চাইজির হাতে রয়েছে ৬৯ কোটি টাকা। রিটেনশনে খরচ হয়েছে ৫১ কোটি টাকা। মোট ২০ জন প্লেয়ারকে দলে নিতে পারবে তারা। যার মধ্যে ৭ বিদেশী ক্রিকেটার নিতে পারবে গুজরাট।

লখনউ সুপার জায়ান্টস

এই ফ্র্যাঞ্চাইজির হাতে রয়েছে ৬৯ কোটি টাকা। রিটেনশনে খরচ হয়েছে ৫১ কোটি টাকা। মোট ২০ জন প্লেয়ারকে দলে নেওয়া যাবে। ৭ বিদেশী ক্রিকেটার নিতে পারবে তারা।

চেন্নাই সুপার কিংস

দক্ষিণ ভারতের এই ফ্র্যাঞ্চাইজি ৫৫ কোটি টাকা নিয়ে নিলামে ঝাঁপাবে। রিটেনশনে খরচ করেছে ৬৫ কোটি টাকা। মোট ২০ জন প্লেয়ারকে দলে নেওয়া যাবে। ৭ বিদেশী ক্রিকেটার নিতে পারবে সিএসকে।

কলকাতা নাইট রাইডার্স

পূর্ব ভারতের একমাত্র ফ্র্যাঞ্চাইজির হাতে রয়েছে ৫১ কোটি টাকা। রিটেনশনে খরচ হয়েছে ৬৯ কোটি টাকা। মোট ১৯ জন প্লেয়ারকে দলে নিতে পারবে। ৬ বিদেশী ক্রিকেটার নিতে পারবে কেকেআর।

মুম্বই ইন্ডিয়ান্স

এম আই-র ঝুলিতে রয়েছে ৪৫ কোটি টাকা। রিটেনশনে খরচ করেছে ৭৫ কোটি টাকা। মোট ২০ জন প্লেয়ারকে দলে নেওয়া যাবে। যার মধ্যে ৮ বিদেশী ক্রিকেটার নিতে পারবে।

সানরাইজার্স হায়দরাবাদ

এই ফ্র্যাঞ্চাইজির হাতে রয়েছে ৪৫ কোটি টাকা। রিটেনশনে খরচ হয়েছে ৭৫ কোটি টাকা। মোট ২০ জন প্লেয়ারকে দলে নেওয়া যাবে। ৫ বিদেশী ক্রিকেটার নিতে পারবে হায়দরাবাদ।

রাজস্থান রয়্যালস

সব থেকে কম টাকা নিয়ে নিলামে নামবে রাজস্থান। ফ্র্যাঞ্চাইজির হাতে রয়েছে ৪১ কোটি টাকা। রিটেনশনে খরচ হয়েছে ৭৯ কোটি টাকা। মোট ১৯ জন প্লেয়ারকে দলে নেওয়া যাবে। যার মধ্যে ৭ জন বিদেশী ক্রিকেটার নিতে পারবে তারা।

প্রতীকী ছবি
Onion Price: অগ্নিমূল্য পেঁয়াজ, মাথায় হাত মধ্যবিত্তের, মূল্যবৃদ্ধির নেপথ্যে কি মহারাষ্ট্র নির্বাচন?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in