২৪ ঘন্টা না পেরোতেই বদলে গেল পাকিস্তানের কোচ! দায়িত্ব পেলেন আবদুল রেহমান, বোলিং কোচ উমর গুল

আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ আব্দুল রেহমানের অধীনে খেলবে পাক দল।
আবদুল রেহমান
আবদুল রেহমানছবি - সংগৃহীত

ফের বদল করা হলো পাকিস্তানের কোচ। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ আবদুল রেহমানের অধীনে খেলবে পাক দল। সেইসঙ্গে বোলিং কোচের দায়িত্বে থাকবেন উমর গুল। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন মহম্মদ ইউসুফ এবং ফিল্ডিং কোচ আব্দুল মজিদ।

একদিন আগে পাকিস্তান দলের অন্তবর্তীকালীন হেড কোচ হিসেবে ঘোষণা করা হয়েছিল মহম্মদ ইউসুফের নাম। সেই নাম বদলে গেলো ২৪ ঘণ্টা না যেতেই। এবার আফগানিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজের জন্য আবদুল রেহমানকে অন্তবর্তীকালীন হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। ইউসুফ থাকছেন ব্যাটিং কোচ হিসেবেই।

এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়েছেন রেহমান। সাউদার্ন পাঞ্জাব, খাইবার পাখতুনখাসহ বেশ কয়েকটি ঘরোয়া দলের হেড কোচ হিসেবে কাজ করেছেন তিনি। সম্প্রতি পিএসএলে দায়িত্ব পালন করছেন মুলতান সুলতানসের সহকারী কোচ হিসেবে।

দায়িত্ব পেয়ে টুইটারে বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন আব্দুল রেহমান। তিনি লিখেছেন, "যে সম্মান আমাকে দেওয়া হল, তা প্রকাশ করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আমার উপরে আস্থা রাখার জন্য এবং পাকিস্তানের ক্রিকেটের সেবা করার সুযোগ দেওয়ার জন্য পাক বোর্ড এবং চেয়ারম্যানকে ধন্যবাদ। আমার অভিজ্ঞতা কাজে লাগানোর দারুণ একটা সুযোগ পেলাম।"

আগামী ২৪ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামতে চলেছে পাকিস্তান। তিনটি ম্যাচই শারজায় হবে। গত সোমবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। তবে এই সিরিজে একাধিক সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। যে তালিকায় রয়েছেন বাবর আজম, ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফদের মতো তারকা ক্রিকেটাররা। রেহমানের কাছে তাই এটি একটি কঠিন চ্যালেঞ্জ। এখন নতুন মুখদের নিয়ে রেহমান কেমন এগিয়ে যান তা সময়ই বলবে।

আবদুল রেহমান
ICC Test Rankings: শীর্ষে রবিচন্দ্রন অশ্বিন, বড় লাফ দিলেন বিরাট কোহলি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in