PAK vs NZ: করাচি টেস্টে একাধিক রেকর্ড পাক অধিনায়ক বাবর আজমের

অর্ধশতরান করার সাথে সাথে আন্তর্জাতিক ক্রিকেটে আরও এক বড় রেকর্ড গড়েছেন পাক অধিনায়ক। এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি অর্ধশতরান করার নজির গড়েছেন তিনি।
বাবর আজম
বাবর আজমছবি - পাকিস্তান ক্রিকেটের ট্যুইটার হ্যান্ডেল

করাচি টেস্টের প্রথম দিনে একাধিক রেকর্ড গড়লেন পাক অধিনায়ক বাবর আজম। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত শতরান জুড়লেন বাবর। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি অপরাজিত রয়েছেন ১১৭ রানে। বক্সিং-ডে টেস্টে এদিন ব্যাট করতে নেমে পাকিস্তান ক্রিকেটে দীর্ঘ ১৬ বছর আগে করা মহম্মদ ইউসুফের রেকর্ড ভাঙলেন তিনি।

২০০৬ সালে এক ক্যালেন্ডার বর্ষে ২৪৩৫ রান করেছিলেন ইউসুফ। বাবর সেই রেকর্ড ভেঙে ফেললেন ২০২২ সালে। প্রতিবেদন লেখা পর্যন্ত, এখন এক ক্যালেন্ডার বর্ষে বাবরের রান ২,৫৪০। যা কিনা পাকিস্তানী ব্যাটারদের মধ্যে এক ক্যালেন্ডার বর্ষে করা সবচেয়ে বেশি রান।

এছাড়াও অর্ধশতরান করার সাথে সাথে আন্তর্জাতিক ক্রিকেটে আরও এক বড় রেকর্ড গড়েছেন পাক অধিনায়ক। এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি অর্ধশতরান করার নজির গড়েছেন তিনি। ২০০৪ সালে রিকি পন্টিং ২৪ টি অর্ধশতরান করেছিলেন। এতদিন পর্যন্ত এই রেকর্ড অক্ষত ছিল বিশ্বকাপ জয়ী প্রাক্তন অজি অধিনায়কের। সোমবার এক ক্যালেন্ডার ইয়ারে ২৫ তম অর্ধশতরান করে পন্টিংকে পেছনে ফেলে দিলেন বাবর।

এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে রিকি পন্টিং-এর অধীনে। ২০০৫ সালে পন্টিং ২৮৩৩ রান করেছিলেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। ২০১৭ সালে ২৮১৮ রান করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ২০১৪ সালে ২৮১৩ রান করে তৃতীয় স্থানে রয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কান তারকা কুমার সাঙ্গাকারা। বাবর এখনও পর্যন্ত রয়েছেন তালিকার ১৪ নম্বর স্থানে। তবে আর দু'রান করলেই তিনি পেছনে ফেলবেন শচীন তেন্ডুলকরকে। ১৯৯৮ সালে শচীন এক ক্যালেন্ডার বর্ষে ২৫৪১ রান করেছিলেন।

বাবর আজম
AUS vs SA: বক্সিং-ডে টেস্টে রেকর্ড গড়ে পাঁচ উইকেট অজি অলরাউন্ডারের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in