AUS vs SA: বক্সিং-ডে টেস্টে রেকর্ড গড়ে পাঁচ উইকেট অজি অলরাউন্ডারের

টেস্ট ক্রিকেটে এই প্রথমবার পাঁচ উইকেট সংগ্রহ করলেন গ্রিন। পাশাপাশি গড়লেন নজিরও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেওয়া প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হয়ে গেলেন তিনি।
ক্যামেরন গ্রিন
ক্যামেরন গ্রিনছবি - ICC-র ট্যুইটার হ্যান্ডেল

আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন (Cameron Green)। গত শুক্রবার ২০২৩ আইপিএলের 'মিনি' নিলামে ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় অজি অলরাউন্ডারকে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। যা কিনা অজি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ এবং সার্বিকভাবে স্যাম কুরেনের পর আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ। সেই ক্যামেরন গ্রিন মেলবোর্নে বক্সিং ডে টেস্টে গড়লেন বড় রেকর্ড।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ১৮৯ রানেই অল আউট হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ধ্বংসস্তুপে পরিণত করেছেন গ্রিন। ১০.৪ ওভার বল করে ৩টি মেডেন-সহ ২৭ রানের বিনিময়ে ৫টি উইকেট শিকার করেন তিনি।

টেস্ট ক্রিকেটে এই প্রথমবার পাঁচ উইকেট সংগ্রহ করলেন গ্রিন। পাশাপাশি গড়লেন নজিরও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেওয়া প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হয়ে গেলেন তিনি।

ডি ব্রায়ানকে (১২) ফিরিয়ে ব্যক্তিগত প্রথম উইকেটটি সংগ্রহ করেন গ্রিন। এরপর প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ দুই রান সংগ্রহকারী ভেরিয়েন (৫২) এবং জানসেনকে (৫৯) ফিরিয়ে প্রোটিয়া শিবিরে বড় ধাক্কা দেন তিনি। এরপর রাবাডা (৪) এবং এনগিডিকে (২) ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট পূর্ণ করেন।

প্রথম দিনে দক্ষিণ আফ্রিকাকে ১৮৯ রানে অল আউট করার পর ১ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। উসমান খোয়াজা (১) ফিরে গিয়েছেন রাবাডার শিকার হয়ে। ডেভিড ওয়ার্নার অপরাজিত রয়েছেন ৩২ রানে। মার্নাস লাবুশানে অপরাজিত রয়েছেন ৫ রানে।

ক্যামেরন গ্রিন
বিশ্বকাপ ফাইনালে মেসির পরা 'বিশত' কিনতে ৮ কোটি টাকা দিতে প্রস্তুত এক ব্যক্তি! কী তাঁর পরিচয়?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in