Indonesia Open 2023: তাই জু-র কাছে হারলেন সিন্ধু, লক্ষ্যকে হারিয়ে শেষ আটে শ্রীকান্ত

বিশ্বের তিন নম্বর তাই জু ইংয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ১৪ নম্বরে থাকা সিন্ধু। চীনা তাইপের প্রতিপক্ষের কাছে ২১-১৮, ২১-১৬ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি।
Indonesia Open 2023: তাই জু-র কাছে হারলেন সিন্ধু, লক্ষ্যকে হারিয়ে শেষ আটে শ্রীকান্ত
ছবি - সংগৃহীত

স্বদেশীয় প্রতিপক্ষ লক্ষ্য সেনকে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে কিদাম্বি শ্রীকান্ত। শেষ ষোলোর এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলেও অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্ট্রেট সেটেই জয় তুলে নিয়েছেন শ্রীকান্ত। এই নিয়ে তিন বারের সাক্ষাতে তিন বারই লক্ষ্যকে হারালেন তিনি। ৪৫ মিনিটের লড়াইয়ে শ্রীকান্তের পক্ষে ম্যাচের ফলাফল ২১-১৭, ২২-২০।

মালয়েশিয়ার লি জি জিয়াকে প্রথম রাউন্ডে হারিয়েছিলেন লক্ষ্য। খেলার ফল লক্ষ্যর পক্ষে ছিল ২১-১৭, ২১-১৩। অন্যদিকে, চীনের গুয়াং জু লু-কে স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছান শ্রীকান্ত। প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় দুই ভারতীয় তারকা। শেষ ষোলোতে লক্ষ্যকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন শ্রীকান্ত।

অন্যদিকে, দেশকে চলতি বছরে আরও একবার হতাশ করলেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী শাটলার পিভি সিন্ধু। ইন্দোনেশিয়া ওপেনের প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন তিনি। বিশ্বের তিন নম্বর তাই জু ইংয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ১৪ নম্বরে থাকা সিন্ধু। চীনা তাইপের প্রতিপক্ষের কাছে ২১-১৮, ২১-১৬ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি।

এই নিয়ে মোট ২৩ বারের সাক্ষাতে ১৯ বার জয় ছিনিয়ে নিয়েছেন তাই জু। কয়েকদিন আগেই সুধিরমান কাপে মুখোমুখি হয়েছিলেন দু'জন। সেখানেও সিন্ধুকে হারিয়েছিলেন তাই জু। চীনা তাইপের শাটলার সেই ম্যাচ জিতেছিলেন ২১-১৪, ১৮-২১, ২১-১৭ ব্যবধানে।

Indonesia Open 2023: তাই জু-র কাছে হারলেন সিন্ধু, লক্ষ্যকে হারিয়ে শেষ আটে শ্রীকান্ত
'খেলে আর কী করব?' - অভিমানে দলীপ ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিলেন ঋদ্ধি
Indonesia Open 2023: তাই জু-র কাছে হারলেন সিন্ধু, লক্ষ্যকে হারিয়ে শেষ আটে শ্রীকান্ত
ICC Rankings: শীর্ষ তিনে ৩ অজি ব্যাটার, গ্রিনিজ-লয়েড-ল্যারির স্মৃতি ফেরালেন লাবুশানে-স্মিথ-হেড

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in