প্রথম তিনে তিন অজি ব্যাটার
প্রথম তিনে তিন অজি ব্যাটারছবি - সংগৃহীত

ICC Rankings: শীর্ষ তিনে ৩ অজি ব্যাটার, গ্রিনিজ-লয়েড-ল্যারির স্মৃতি ফেরালেন লাবুশানে-স্মিথ-হেড

৯০৩ পয়েন্ট নিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান দখল করেছেন মার্নাস লাবুশেন। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্টিভ স্মিথ। তাঁর পয়েন্ট ৮৮৫।

শেষবার ১৯৮৪ সালে গর্ডন গ্রিনিজ, ক্লাইভ লয়েড এবং ল্যারি গোমস - তিন ক্যারিবিয়ান কিংবদন্তি টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিং-এ শীর্ষ তিনটি স্থান দখল করেছিলেন। ৩৯ বছর পর একই দেশের তিন ক্রিকেটার হিসেবে তাঁদের সেই রেকর্ডে ভাগ বসালেন অস্ট্রেলিয়ার তিন তারকা মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেড। সদ্য প্রকাশিত টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিং-এ শীর্ষ তিনটি স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ারই তিন ব্যাটার।

সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ভারতকে হারিয়ে খেতাব জিতেছে প্যাট কামিন্সের দল। ওভালে অনুষ্ঠিত ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করেন মার্নাস লাবুশেন এবং স্টিভ স্মিথ। যে কারণে টেস্ট র‍্যাঙ্কিং-এ বড় উন্নতি হয়েছে তাঁদের। ৯০৩ পয়েন্ট নিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান দখলে রেখেছেন মার্নাস লাবুশানে। টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের প্রথম ইনিংসে ১২১ রান এবং দ্বিতীয় ইনিংসে ৩৪ রান করে একধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্টিভ স্মিথ। তাঁর পয়েন্ট ৮৮৫। প্রথম ইনিংসে ১৬৩ রান করা ট্রাভিস হেড তিন ধাপ এগিয়ে কেরিয়ারের সেরা তৃতীয় স্থানে উঠে এসেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৮৮৪।

টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষ দশে রয়েছেন চারজন অস্ট্রেলিয়ার খেলোয়াড়। ৭৭৭ রেটিং নিয়ে ৯ নম্বরে রয়েছেন উসমান খোয়াজা। টেস্ট র‍্যাঙ্কিং-এ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের যেখানে জয় জয়কার, সেখানে একমাত্র ঋষভ পান্ত ছাড়া ভারতের কোনো ব্যাটরই শীর্ষ দশে জায়গা পাননি। ঋষভ রয়েছেন দশ নম্বরে। দুর্ঘটনার পর তিনি আপাতত দলের বাইরে। ভারত অধিনায়ক রোহিত শর্মা ৭২৯ পয়েন্ট নিয়ে রয়েছেন ১২ নম্বরে। ৭০০ পয়েন্ট নিয়ে কোহলি রয়েছেন ১৩ নম্বরে।

ব্যাটিং র‍্যাঙ্কিং-এ ভারতের উন্নতি বলতে কেবল আজিঙ্কে রাহানের। টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ভারতের হয়ে ব্যাট হাতে কার্যত একাই লড়াই করেন তিনি। ফলস্বরূপ দীর্ঘদিন পর কামব্যাক করা রাহানে উঠে এসেছেন ৩৭ নম্বরে।

টেস্টে বোলারদের র‍্যাঙ্কিং-এ ৮৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। ৮ নম্বরে রয়েছেন বুমরাহ এবং ৯ নম্বরে জাদেজা। টেস্ট বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন। ৮৫০ পয়েন্ট ব্রিটিশ স্পিড স্টারের। তিন নম্বরে রয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্সের পয়েন্ট ৮২৯।

প্রথম তিনে তিন অজি ব্যাটার
বিশ্ব টেনিস র‍্যাঙ্কিং-এ শীর্ষে জকোভিচ, প্রথম ১০০-র বাইরে নাদাল!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in