

ফ্ল্যাট নিয়ে বিবাদের জেরে খ্যাতনামা প্রাক্তন অ্যাথলিট পি টি উষার বিরুদ্ধে মামলা দায়ের করলো কোঝিকোড় পুলিশ। পি টি ঊষার সঙ্গেই আরও ৬ জনের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ধারা ৪২০ (প্রতারণা ও অসততা) মামলা দায়ের করা হয়েছে। পি টি ঊষার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন অ্যাথলেট জেম্মা জোসেফ।
নাম প্রকাশ না করার শর্তে সংবাদসংস্থা আইএএনএসকে এক পুলিশ আধিকারিক নিশ্চিত করেছেন যে পি টি ঊষার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আধিকারিক জানান, কোঝিকোড় ডি এস পি-র কাছে সম্প্রতি জেম্মা জোসেফ এক অভিযোগ পাঠান। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার মামলা দায়ের করে এবং এই ঘটনায় দ্রুত তদন্ত শুরু হবে।
জোসেফের বক্তব্য অনুসারে তিনি পি টি ঊষাকে একটি ফ্ল্যাটের জন্য প্রায় ৪৬ লক্ষ টাকা দিয়েছেন। ঊষা জানিয়েছিলেন, এই ফ্ল্যাট নির্ধারিত সময়ে সম্পন্ন হবে।
অতি সম্প্রতি কেরালায় গঠিত হয়েছে কেরালা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি। যেখানে বিল্ডারদের বিরুদ্ধে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারেন। জেম্মা জোসেফ সেখানেও পি টি ঊষার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন