IND vs ENG: দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই যশস্বীর শতরানে রানের পাহাড় গড়ছে ভারত

People's Reporter: প্রতিবেদন লেখা পর্যন্ত যশস্বী ২২৭ বল খেলে ১৫৪ রানে অপরাজিত আছেন। তাঁর সাথে অপরাজিত আছেন অক্ষর প্যাটেল।
যশস্বী
যশস্বীছবি - বিসিসিআই-র এক্স হ্যান্ডেল

যশস্বীর শতরানে ইংল্যান্ডকে চাপে রেখেছে ভারত। টসে জিতে প্রথমে ব্যাটিং-র সিদ্ধন্ত নেন রোহিত শর্মা। ৪ উইকেট পড়লেও রান রেট একই রেখে খেলে যাচ্ছেন যশস্বী এবং রজত পতিদার।

প্রথম টেস্ট অপ্রত্যাশিতভাবে হারতে হয় টিম ইন্ডিয়াকে। শুক্রবার বিশাখাপত্তনমে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। প্রথমেই রোহিতের (১৪) উইকেট নেন ভিসা সমস্যায় প্রথম টেস্টে অংশগ্রহণ না করা ইংল্যান্ড স্পিনার শোয়েব বশির। ৩৪ রান করে আউট হন শুবমন গিল। ২৭ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শ্রেয়স আইয়ার। ৩২ রান করে আউট হন পতিদার। অন্যদিক থেকে রান করেই যাচ্ছেন যশস্বী জয়সওয়াল।

প্রতিবেদন লেখা পর্যন্ত যশস্বী ১৮৫ বল খেলে ১৫৫ রানে অপরাজিত আছেন। তাঁর সাথে অপরাজিত আছেন অক্ষর প্যাটেল। তিনি রান করেছেন ১৫। এই নিয়ে টেস্টে ভারতের হয়ে দ্বিতীয় শতরান করলেন যশস্বী।

অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে ১টি করে উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির, রেহান আহমেদ এবং টম হার্টলে। তাঁদের এখন একটাই লক্ষ্য যে ভাবে হোক যশস্বীকে ড্রেসিং রুমে পাঠানো। নয়তো রানের পাহাড় গড়তে পারেন যশস্বী।

অন্যদিকে, তৃতীয় টেস্টের জন্য অনিশ্চিত মহম্মদ শামি। সম্ভবত পাওয়া যাবে না রবীন্দ্র জাদেজাকেও। সূত্রের খবর, শামি নাকি এখন চিকিৎসার জন্য লন্ডনে আছেন। জাদেজা নিজের চোটের কারণে থাকবেনা না।

যশস্বী
East Bengal: ফের চমক দিল ইস্টবেঙ্গল, সিভেরিও জায়গায় নয়া বিদেশী আনলো লাল-হলুদ
যশস্বী
AFC Asian Cup: জিপিএস ভেস্ট ছাড়াই এশিয়ান কাপ খেলতে হয়েছে সুনীলদের! অসন্তুষ্ট স্টিমাচ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in