US Open 2023: তৃতীয় রাউন্ডে জোকোভিচ, ছিটকে গেলেন গতবারের রানার্স রুড

প্রথম দিকে অসুবিধা হলেও পরের দুটি রাউন্ডে চেনা ছন্দে দেখা যায় নোভাক জোকোভিচকে। বিপক্ষকে ৬-৪, ৬-১ এবং ৬-১ ব্যবধানে হারিয়ে দেন তিনি।
নোভাক জোকোভিচ
নোভাক জোকোভিচছবি - ইউএস টেনিসের ট্যুইটার
Published on

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন নোভাক জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডে অবাছাই বার্নাবে জাপাতা মিরায়েসকে কার্যত উড়িয়ে দিলেন তিনি। মহিলাদের মধ্যে শীর্ষ বাছাই ইগা শিয়নটেকও তৃতীয় রাউন্ডে উঠেছেন।

প্রথম দিকে অসুবিধা হলেও পরের দুটি রাউন্ডে চেনা ছন্দে দেখা যায় নোভাক জোকোভিচকে। বিপক্ষকে ৬-৪, ৬-১ এবং ৬-১ ব্যবধানে হারিয়ে দেন তিনি। ম্যাচ শেষে তিনি বলেন, প্রতি ম্যাচেই লড়াইটা নিজের সাথে ভেব নিই। মানসিক লড়াইয়ে জিততে পারলে কোর্টে ম্যাচ জেতাটাও সহজ হয়ে যায়। তৃতীয় রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ স্বদেশী লাসলো জেরে।

অন্যদিকে চীনের ঝ্যাং ঝিঝেনের কাছে হেরে ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন গতবারের রানার্স তথা বিশ্বের পাঁচ নম্বর টেনিস প্লেয়ার ক্যাসপার রুড। তিনি ৪-৬, ৭-৫, ২-৬, ৬-০ এবং ২-৬ সেটে পরাজিত হন। ৩ ঘন্টারও বেশি সময় ধরে দুজনের মধ্যে ম্যাচ চলে। উল্লেখ্য, এটিপি র‍্যাঙ্কিং শুরু হওয়ার পর থেকে এই প্রথম কোনো চীনের টেনিস প্লেয়ার শীর্ষ পাঁচে থাকা টেনিস প্লেয়ারকে পরাজিত করলেন। ঝ্যাং ঝিঝেন তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার হিজিকাতার বিরুদ্ধে খেলবেন।

আবার সপ্তম বাছাই গ্রিসের চিচিপাসকে হারিয়ে শিরোনামে উঠে এসেছেন সুইজারল্যান্ডের ডোমিনিক স্ট্রিকার। চিচিপাসকে ৫-৭, ৭-৬, ৭-৬, ৬-৭, এবং ৩-৬ ব্যবধানে হারান তিনি।

পুরুষদের ডাবলসে ভারতের রোহন বোপান্না এবং অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন জুটি দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার জুটি আলেকজান্ডার এবং ক্রিস্টোফারকে ৬-৪ এবং ৬-২ ব্যবধানে হারান তাঁরা।

মহিলাদের বিভাগে অস্ট্রেলিয়ার ডারিয়া সাভিলকে ৬-৩ এবং ৬-৪ ব্যবধানে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই করা শিয়নটেক। আবার ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কাকে ৬-৩, ৬-৩ ফলাফলে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠলেন চীনের ঝু লিন।

নোভাক জোকোভিচ
Asia Cup 2023: এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের তারকা ব্যাটার!
নোভাক জোকোভিচ
Durand Cup: প্লেয়ারদের হার না মানা মনোভাবই ফাইনালে তুলেছে দলকে - ইস্টবেঙ্গল কোচ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in