US Open 2023: পর পর দুটি সেটে হেরেই চেনা ছন্দে জোকোভিচ, পৌঁছলেন চতুর্থ রাউন্ডে

৩ ঘন্টা ৪৫ মিনিট ম্যাচ চলার পর শেষ হাসি হাসলেন ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ। খেলার ফল ৪-৬, ৪-৬, ৬-১, ৬-১ এবং ৬-৩। তৃতীয় রাউন্ডের প্রথম থেকেই ছন্দ ছিলেন না নোভাক জোকোভিচ।
নোভাক জোকোভিচ
নোভাক জোকোভিচছবি সৌজন্যে নোভাক জকোভিচের টুইটার হ্যান্ডেল

পর পর দুটি সেটে হারার পরেও ইউ এস ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। স্বদেশী লাসলো জেরেকে পরের তিনটি সেটে দাঁড়াতেই দেননি জোকোভিচ।

৩ ঘন্টা ৪৫ মিনিট ম্যাচ চলার পর শেষ হাসি হাসলেন ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ। খেলার ফল ৪-৬, ৪-৬, ৬-১, ৬-১ এবং ৬-৩। তৃতীয় রাউন্ডের প্রথম থেকেই ছন্দ ছিলেন না নোভাক জোকোভিচ। লাসলো জেরের কাছে পর পর দুটি সেট হেরে যান। সকলেই কার্যত অবাক হয়ে যান। তারপর একটু বিরতি। আর ওই বিরতির পরেই যেন চেনা জোকোভিচকে দেখা গেলো।

লকার রুম থেকে বেরিয়ে স্বদেশী প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন। পর পর তিনটি সেট ৬-১, ৬-১ এবং ৬-৩ ব্যবধানে জিতে যান তিনি। ম্যাচ শেষে তিনি বলেন, "প্রথম দুটি সেটে হেরে একটু আত্মবিশ্বাসের অভাব হয়েছিল। কিন্তু আয়নার সামনে নিজেকে কিছুক্ষণ দেখলাম। একটু সময় দিলাম। মনে মনে বলেছিলাম পারতেই হবে। সেটাই হলো। এই জয়ে আমি খুবই খুশি।"

বিশেষজ্ঞদের মতে স্বদেশী লাসলোর সাথে একসাথে বহু ম্যাচ খেলেছেন জোকোভিচ। ফলে দুজনেই দুজনের দুর্বলতা ও শক্তির জায়াগ জানেন। সেটা প্রথমে ভালোভাবে কাজে লাগিয়েছিলনে লাসলো। কিন্তু বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা নোভাক জোকোভিচ নিজের ছন্দে ফিরতেই ফিকে হয়ে গেলেন লাসলো।

নোভাক জোকোভিচ
Asia Cup 2023: ভারত-পাকিস্তান দ্বৈরথে বাধা বৃষ্টি! হাইভোল্টেজ ম্যাচ হওয়ার সম্ভাবনা কতটা?
নোভাক জোকোভিচ
Durand Cup: 'বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে মোহনবাগানকে' - ফাইনালের আগে বিস্ফোরক ইস্টবেঙ্গল কর্তা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in