Asia Cup 2023: ভারত-পাকিস্তান দ্বৈরথে বাধা বৃষ্টি! হাইভোল্টেজ ম্যাচ হওয়ার সম্ভাবনা কতটা?

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দুপুর সাড়ে ৩টে পর্যন্ত পাল্লেকেলে বৃষ্টিপাতের সম্ভাবনা ৮০ শতাংশ। সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ৫০ শতাংশ রয়েছে। আর ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হবে দুপুর ৩টে থেকে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত

শনিবার এশিয়া কাপের মেগা ম্যাচ। শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতপাকিস্তান। তবে আশঙ্কা একটাই। হাইভোল্টেজ ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। অন্তত শ্রীলঙ্কার আবহাওয়া তাই বলছে।

বর্তমানে শ্রীলঙ্কায় মেঘলা আবহাওয়া সাথে মাঝে মধ্যে বৃষ্টিপাতও হচ্ছে। এই অবস্থায় ভারত-পাক ম্যাচ কি হবে না? তার নিশ্চয়তা নেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দুপুর সাড়ে ৩টে পর্যন্ত পাল্লেকেলে বৃষ্টিপাতের সম্ভাবনা ৮০ শতাংশ। তারপর সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ৫০ শতাংশ রয়েছে। আর ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হবে দুপুর ৩টে থেকে। ফলে একটা ইনিংসে বৃষ্টি বাধা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ওভার কমিয়ে আনার সম্ভাবনাও প্রবল।

বৃষ্টির পূর্বাভাস দুই শিবিরকেই চিন্তায় রেখেছে। আবহাওয়ার খামখেয়ালিতে টস জেতাটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে দুই দলের কাছেই। বৃষ্টিপাতের আশঙ্কা থাকলেও ভারতীয় শিবিরকে স্বস্তি দিচ্ছে এশিয়া কাপের পরিসংখ্যান। কারণ এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোট ১৭ বার মুখোমুখি হয়েছে। তাতে ৯ বার জিতেছে ইন্ডিয়া, ৬ বার জিতেছে পাকিস্তান এবং ২টি ম্যাচ বাতিল হয়ে যায়।

১৯৮৪ সালের এশিয়া কাপে পাকিস্তানকে ৫৪ রানে হারায় ভারত। ১৯৮৮ সালে ভারত জেতে ৪ উইকেটে। ১৯৯৫ সালে ভারতকে ৯৭ রানে হারায় পাকিস্তান। ১৯৯৭ সালে দুটি ম্যাচ বাতিল হয়ে যায়। ২০০০ সালে ফের ভারতকে হারায় পাকিস্তান। ওয়াসিম আক্রমরা জেতেন ৪৪ রানে। ২০০৪ সালে পাকিস্তানের কাছে ৫৯ রানে হারে টিম ইন্ডিয়া। ২০০৮ সালে দুটি ম্যাচ হয়। একটিতে ভারত জয় লাভ করে ৬ উইকেটে এবং অন্যটিতে পাকিস্তান জেতে ৮ উইকেটে। ২০১০ সালে পাকিস্তানকে ইন্ডিয়া হারায় ৩ উইকেটে।

২০১২ সাল ফের জেতে ভারত। পাকিস্তানকে হারায় ৬ উইকেটে। ২০১৪ সালে পাকিস্তান জয়লাভ করে ১ উইকেটে। ২০১৬ সালে ৫ উইকেটে জেতে ইন্ডিয়া। ২০১৮ সালে দুটি ম্যাচ হয়। দুটিতেই জয় ছিনিয়ে নেয় রোহিতরা। একটি জেতে ৯ উইকেটে এবং অন্যটি জেতে ৮ উইকেটে। শেষবার এশিয়া কাপে দুই দেশ মুখোমুখি হয় ২০২২ সালে। একটি ম্যাচে ৫ উইকেটে জয় পায় ইন্ডিয়া অন্যটিতে পাকিস্তানও জেতে ৫ উইকেটে। ২০২৩ সালে কে জেতে সেটাই দেখার।

প্রতীকী ছবি
BCCI: আগামী ৫ বছর IPL ও বিরাটদের সমস্ত ম্যাচ দেখাবে এই চ্যানেল!
প্রতীকী ছবি
৩৭ বছর পর শীর্ষ স্থান হারালেন বিশ্বনাথন আনন্দ! ভারতের এক নম্বর দাবাড়ু কে জানেন?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in