কলকাতায় ফের আসবেন মেসি! মার্টিনেজের মন্তব্যে আশায় বুক বাঁধছে ফুটবলপ্রেমীরা

মার্টিনেজ বলেন, "এটাই আমার শেষ কলকাতা আসা নয়। আমি আবার কলকাতা আসবো। তবে আবার যখন আসবো তখন মেসিও আসবে। আমরা দুজনে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলব।"
মার্টিনেজ
মার্টিনেজছবি - সংগৃহীত
Published on

আবার কলকাতা আসবেন এবং শুধু তিনি একা নন মেসিকেও সঙ্গে নিয়ে আসবেন। এমনটাই জানান এমিলিয়ানো মার্টিনেজ

কলকাতা শহরে এসে তাঁকে নিয়ে ফুটবল প্রেমীদের ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন মার্টিনেজ। মঙ্গলবার এমি মার্টিনেজ বলেন, ”মেসিই বিশ্বের সেরা ফুটবলার। আমি ভাগ‍্যবান যে মেসির সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। আমি নিশ্চিত ভবিষ‍্যতে আর একটা মেসি আসবে না।”

তিনি আরও বলেন, ”এটাই আমার শেষ কলকাতা আসা নয়। আমি আবার কলকাতা আসবো। তবে আবার যখন আসবো তখন মেসিও আসবে। আমরা দুজনে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলব।”

গতকাল মিলন মেলা থেকে বিকেলে মোহনবাগান ক্লাবে এসে গেট উদ্বোধন করেন মার্টিনেজ। পরে ক্লাব তাঁবুতে গিয়ে ১০ জনের হাতে মোহনবাগানের সদস্যপদ তুলে দেন। সবুজ-মেরুন রঙের উত্তরীয় গায়ে নেওয়ার পর মোহনবাগানের জার্সিও পড়েন তিনি। তাঁর হাতে তুলে দেওয়া হয় রসগোল্লার হাঁড়ি। কিছুক্ষণ স্পোর্টস লাইব্রেরি ঘুরে দেখেন। ক্লাবের রেজিস্টারে সই করার পর মূল মাঠে প্রবেশ করেন। গ‍্যালারিতে তখন হাজার হাজার মানুষ। একটি হুডখোলা গাড়িতে করে মোহনবাগান মাঠে ঘোরানো হয় তাঁকে। বুধবার প্রথমে গেলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসুর ক্লাব শ্রীভূমি স্পোর্টিংয়ে আর তারপর গেলেন সন্তোষ মিত্র স্কোয়ার আর সেখান থেকে রিষড়াতে।

মার্টিনেজ
‘রোনাল্ডো শুধু একজন ফুটবলার, মেসি অন্য গ্রহের’ - কলকাতায় এসে মন্তব্য মার্টিনেজের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in