

আবার কলকাতা আসবেন এবং শুধু তিনি একা নন মেসিকেও সঙ্গে নিয়ে আসবেন। এমনটাই জানান এমিলিয়ানো মার্টিনেজ।
কলকাতা শহরে এসে তাঁকে নিয়ে ফুটবল প্রেমীদের ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন মার্টিনেজ। মঙ্গলবার এমি মার্টিনেজ বলেন, ”মেসিই বিশ্বের সেরা ফুটবলার। আমি ভাগ্যবান যে মেসির সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। আমি নিশ্চিত ভবিষ্যতে আর একটা মেসি আসবে না।”
তিনি আরও বলেন, ”এটাই আমার শেষ কলকাতা আসা নয়। আমি আবার কলকাতা আসবো। তবে আবার যখন আসবো তখন মেসিও আসবে। আমরা দুজনে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলব।”
গতকাল মিলন মেলা থেকে বিকেলে মোহনবাগান ক্লাবে এসে গেট উদ্বোধন করেন মার্টিনেজ। পরে ক্লাব তাঁবুতে গিয়ে ১০ জনের হাতে মোহনবাগানের সদস্যপদ তুলে দেন। সবুজ-মেরুন রঙের উত্তরীয় গায়ে নেওয়ার পর মোহনবাগানের জার্সিও পড়েন তিনি। তাঁর হাতে তুলে দেওয়া হয় রসগোল্লার হাঁড়ি। কিছুক্ষণ স্পোর্টস লাইব্রেরি ঘুরে দেখেন। ক্লাবের রেজিস্টারে সই করার পর মূল মাঠে প্রবেশ করেন। গ্যালারিতে তখন হাজার হাজার মানুষ। একটি হুডখোলা গাড়িতে করে মোহনবাগান মাঠে ঘোরানো হয় তাঁকে। বুধবার প্রথমে গেলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসুর ক্লাব শ্রীভূমি স্পোর্টিংয়ে আর তারপর গেলেন সন্তোষ মিত্র স্কোয়ার আর সেখান থেকে রিষড়াতে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন