

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ব্যাট হাতে নতুন নজির গড়লেন ডেভন কনওয়ে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে অভিষেকের পর থেকে প্রথম ৫ ম্যাচে অর্ধশতরান বা তার বেশি রান করে রেকর্ড গড়লেন কনওয়ে। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অর্ধশতরান করার সাথে সাথেই নতুন ইতিহাস সৃষ্টি করেন এই কিউই ব্যাটার।
ডেভন কনওয়ে তাঁর কেরিয়ারের পঞ্চম টেস্ট ম্যাচ খেলতে ক্রাইস্টচার্চে নেমেছেন। এদিন ৫ টি বাউন্ডারি এবং ১ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৮৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন কনওয়ে। যা কিনা তাঁর টেস্ট ক্রিকেটে তৃতীয় অর্ধশতরান। এই অর্ধশতরানের সাথে সাথেই প্রথম ব্যাটার হিসেবে অভিষেকের পর থেকে প্রথম ৫ ম্যাচে অর্ধশতরান বা তার বেশি রান করার নজির গড়ে ফেলেছেন তিনি।
এখনও পর্যন্ত কনওয়ে তাঁর টেস্ট ক্রিকেটের পাঁচ ম্যাচের ৯ ইনিংসে একটি ডাবল সেঞ্চুরি, একটি সেঞ্চুরি এবং তিনটি অর্ধশতরান রয়েছে। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০ রান, এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ৮০ রান, সাউদাম্পটনে ভারতের বিপক্ষে ৫৪ রান এবং মাউন্ট মাঙ্গানুইতে বাংলাদেশের বিরুদ্ধে ১২২ রান করেছেন কনওয়ে। বাংলাদেশের বিরুদ্ধে চলতি টেস্টে প্রথম দিনের শেষে কনওয়ে অপরাজিত রয়েছেন ৯৯* রানে। আগামীকাল দ্বিতীয় শতরানের দোরগোড়ায় রয়েছেন কিউই তারকা।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টে দুরন্ত শুরু করেছে নিউজিল্যান্ড। প্রথম দিনের শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ৩৪৯ রান স্কোর বোর্ডে যোগ করেছে তারা। কিউই অধিনায়ক টম লাথাম ২৮ টি বাউন্ডারির মাধ্যমে ১৮৬* রানে ব্যাট করছেন। কনওয়ে অপরাজিত রয়েছেন ৯৯* রানে। ওপেনার জ্যাক ক্রলি ৫৪ রান করে ফিরে গিয়েছেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন